বিয়ের পরেই আক্ষেপ শ্রীময়ীর, কি নিয়ে অসুখী তৃতীয় পত্নী? নিজেই জানালেন অভিনেত্রী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার চর্চিততম বিষয় হল শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল শ্রীময়ী চট্টরাজ প্রেম করছেন

Saranna

why sreemoyee chattoraj expression of regret about her marrige with kanchan mullick

বর্তমানে সোশ্যাল মিডিয়ার চর্চিততম বিষয় হল শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল শ্রীময়ী চট্টরাজ প্রেম করছেন কাঞ্চন মল্লিকের সাথে। কিন্তু এই গুঞ্জনে তারা দুজন কেউই শিলমোহর দেয়নি, বরং বারবার বলে এসেছেন তারা দুজনে শুধুমাত্র বন্ধু, এছাড়া আর কিছুই নয়। কিন্তু এই কথা বলার কয়েকদিন পর অর্থাৎ সম্প্রতি সকলকে অবাক করে দিয়েছেন তাঁরা।

গত মাসের ১০ তারিখ কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে আইনিভাবে বিচ্ছেদ পর্ব সারেন, তারপর ১৪ ই ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজের সাথে আইনিভাবে বিয়ের পর্ব সারেন। অতীতের গুঞ্জনের প্রসঙ্গ টেনে জানিয়েছেন, তাদের মধ্যে প্রথম থেকে কোনো প্রেমের সম্পর্ক ছিলনা। অনেকেই তাদের সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছিলেন, কেউ বলেছেন কাঞ্চনের টাকাপয়সা দেখে প্রেম করছেন।

kanchan mullick and sreemoyee chattoraj get married on valentine day

আবার কেউ বলেছেন, স্ত্রী-সন্তানের থেকে কাঞ্চনকে কেড়ে নেওয়া হয়েছে। তবে এসবের কিছুই করেননি তিনি। তাদের মধ্যে ছিল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যে বন্ধুত্বের কেন্দ্র বিন্দুতে ছিল নির্ভরতা। দুজনেই বুঝেছিলেন একে অপরের কাঁধ হয়ে রয়েছেন। তাদের মধ্যে কোনোরকম উপহার দেওয়া নেওয়াও হয়নি। তাঁরা একে অপরের পাশে থাকা ছাড়া কিছুই কারোর থেকে চায়নি। 

আরও পড়ুনঃ টলিউডের এই তারকারা পর্দার মতোই বাস্তবেও একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন! দেখে নিন

তবে শ্রীময়ীর রয়েছে অনেক আক্ষেপ, বিয়ের পরও তিনি বুঝে উঠতে পারছেন না তাঁর বিয়ে হয়ে গেছে। আগামী ৬ ই মার্চ হবে সামাজিক বিয়ে। সেই বিয়ে নিয়ে তিনি বেশ চিন্তায় রয়েছেন, আত্মীয়-স্বজনদের ঠিকঠাকভাবে আপ্যায়ন করতে পারবেন কিনা। তবে তিনি নিজেই জানতেন না আইনি বিয়ের কথা। তাঁর কাছে এটা সারপ্রাইজ ছিল।

বিয়ের পরেই রয়েছে আক্ষেপ। ছোটো থেকেই ইচ্ছা ছিল শ্বশুর-শাশুড়ি, জা, ননদ নিয়ে ঘর সংসার করবেন। এর মধ্যে সবাই রয়েছেন কিন্তু নেই শ্বশুর-শাশুড়ি। শ্রীময়ী বলেন, শ্বশুর-শাশুড়ি অভিভাবকের মতো সংসারে থাকলে খুবই ভালো। কিন্তু কি আর করা যাবে বহুদিন আগেই কাঞ্চন তাঁর বাবা-মাকে হারিয়েছেন। এর পাশাপাশি রয়েছে আরও একটি আক্ষেপ, আরও আগে যদি কাঞ্চনকে কাছে পেত ভালো হত।

Related Post