ধারাবাহিকের শেষ কথা টিআরপি হলেও, মানুষের ভারোবাসাটাই বোধহয় আসল। এই কথার প্রভাব দেখা গেছে, ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে। বর্তমানে টিআরপি যতই কম হোক না কেন, সৌমিতৃষা আর আদৃতের জনপ্রিয়তা কিন্তু এখনও কমেনি। এখনও মানুষ তাদেরকেই ভালোবাসেন। জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। চারিদিকে বিষণ্ণতার সুর এই বুঝি শেষ হয়ে যাবে ধারাবাহিক।
কারণ সকলেই জেনে গেছেন ধারাবাহিকটি লিপ নেবে, আবার অন্যদিকে মৃত আদিত্য আগরওয়াল প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা বদল করে মিস্টার বাজাজের ভূমিকায় অবতীর্ণ হবেন। আর তারপর থেকেই দর্শকদের মনে ভয় কাজ করছে, এবার বোধহয় বাচ্চা হতে গিয়ে বা আদিত্য আগরওয়ালের ভয়ানক প্ল্যানে প্রাণ হারাবে মিঠাই। আর তারপর থেকেই চারিদিকেই বিষণ্ণতার সুর।
আবার কেউ ভাবছেন মিঠাই কে মৃত দেখানো হবে, মিঠাই সিড এর মেয়ে হিসেবে আবারও সৌমিতৃষাকেই দেখানো হবে। যেরকম টা দেখানো হয়েছিল ‘খড়কুটো’ ধারাবাহিকে। কিন্তু দর্শকরা এটা চাননা। তারা চান মিঠাই বেঁচে থাকুক। মিঠাই সিডের কোলে ছোট্টো শিশুকে দেখতে চান। অনুরাগীরা রীতিমতো কমেন্টের মাধ্যমে লেখিকাকে অনুরোধ করেছেন। এরকমটা যেন না হয়।
এক অনুরাগী লিখেছেন, ‘গল্পের লিপ যেন ৫ থেকে ৬ বছরের বেশি না হয়। আমরা সিধাই এর ছোট কিউট বেবি দেখতে চাই’। রীতিমতো সকলেই ভয়ে জর্জরিত। আবার কেউ লিখেছেন, ‘অন্য সব ধারাবাহিকের মত, একঘেয়ে বাজে এন্ডিং করবেননা, ইউনিক মিঠাই যেন ইউনিকই থাকে। আমরা হ্যাপি এন্ডিং দেখতে চাই’।
একজন লিখেছেন, ‘যারা যারা প্যানিক করছো এটা ভেবে যে,মিঠাই হয়ত মারা যাবে তাদের বলছি , সিধাই জেনারেশন শেষ করে নতুন রূপে সিড মিঠাই কে দেখা যেতেই পারে,কারণ ওরা বুড়ো হলে কিরকম সিন হবে সেটা অলরেডি দেখিয়ে দিয়েছে, ওদের বাবু হলে কি কি সিন হবে সেটাও হালুমের ট্র্যাকে দেখিয়ে দিয়েছে।
তাই হয়ত এগুলো আর রিপিট দেখাবেনা।কিন্তু একজন কে মেরে আরেকজনকে বাঁচিয়ে রাখা,এসব চিন্তা মাথায় আসে কি ভাবে?সিধাই নতুনরূপে এলেও তো আপনারা পর্দায় আদ্রিত আর সৌমি কেই দেখবেন।তাহলে প্রবলেমটা কোথায়?প্যানিক করা বন্ধ করে সিরিয়াল দেখো’।