তিনটি নতুন ধারাবাহিক আনছে জী বাংলা! ‘মিঠাই’য়ের ছুটির সময় এসে গেল? তালিকায় আর কে কে? দেখে নিন

প্রত্যেকটি ধারাবাহিকের কাহিনী যতই ভালো হোকনা কেন শেষ কথা টিআরপিই। এখন ধারাবাহিকের আয়ু টিআরপির উপরেই নির্ভরশীল। টিআরপি যদি কম হয়, তাহলে সেই ধারাবাহিকের আয়ু শেষ।

Saranna

zee bangla three new upcoming serials

প্রত্যেকটি ধারাবাহিকের কাহিনী যতই ভালো হোকনা কেন শেষ কথা টিআরপিই। এখন ধারাবাহিকের আয়ু টিআরপির উপরেই নির্ভরশীল। টিআরপি যদি কম হয়, তাহলে সেই ধারাবাহিকের আয়ু শেষ। তাই তো নির্মাতারা গল্পে আনেন নানান চমক, গল্পের গোরু গাছে ওঠার মত সব কাহিনী। চমক আনলেও টিআরপি আর বাড়ে না, একই রয়ে যায়, কখনও ৩ আবার কখনও ২।

এরকম রেটিং দেখে ধারাবাহিকের কলাকুশলী থেকে নির্মাতা সকলেরই মন খারাপ হয়। ধারাবাহিকের (Serial) টিআরপি নির্ধারণ করা হয় দর্শকদের উপর ভিত্তি করেই। এই নির্ধারণটা হয়, একটি মেশিনের দ্বারা, যাকে বলা হয় পিপলস মিটার (People Meters)। এই মেশিন আগে টিভিতে থাকত, কিন্তু বর্তমানে সেট টপ বক্সের মধ্যে এই মেশিন থাকে। আর এই মেশিন সর্বক্ষণ দর্শকদের নজর রাখছে, কে কোন ধারাবাহিকটি বেশি দেখছেন। এইভাবেই বোঝা যায় টিআরপি।

mithai actress soumitrisha kundu injured in shooting1

তাই কোনো ধারাবাহিক হয়ত, কাহিনী খুব সুন্দর, কিন্তু সেই ধারাবাহিক কম মানুষ দেখছেন, সেক্ষেত্রে ধারাবাহিকের টিআরপি কমছে, ধারাবাহিকের স্লট চেঞ্জ করা হয়, চরিত্রের পরিবর্তন করা হয়, কাহিনী পরিবর্তন হয়, সবরকম চেষ্টা করেও যখন দেখা যাচ্ছে, টিআরপি সেই একই রয়েছে। তখনই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন ধারাবাহিক শেষ করার।

আর ঠিক এমনটাই ঘটেছে স্টার জলসার ‘মন ফাগুন’, ‘আয় তবে সহচরী’ জি বাংলার ‘উমা’ সহ নানান ধারাবাহিক। আর এতেই রেগে যাচ্ছেন সিরিয়াল প্রেমী মানুষরা। একদল মানুষের টিআরপি কম ধারাবাহিক ভালো লাগছে, আর একদল মানুষের টিআরপি কম ধারাবাহিক ভালো লাগছেনা তাই ধারাবাহিক দেখছেনা। তাই এবার শোনা যাচ্ছে, জি বাংলার আরও ৩ ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে, এই জায়গায় আসছে নতুন ধারাবাহিক।

zee bangla had three new upcoming serials

পূজোর পর আসছে নতুন তিনটি ধারাবাহিক। আর তাই সেই ধারাবাহিককে জায়গা দিতে শেষ হতে চলেছে এই তিন ধারাবাহিক, পিলু, লালকুঠি আর মিঠাই। শুরু থেকেই মিঠাই ছিল টিআরপি টপার। জানুয়ারি তে ধারাবাহিকের টিআরপি কমে, কিন্তু তারপরে যদিও টিআরপি ঠিক ছিল।

কিন্তু বর্তমানে আবারও টিআরপি তালিকায় খারাপ ফল মিঠাইয়ের, এগিয়ে আছে গাঁটছড়া। অন্যদিকে অনেক ধারাবাহিক এক বছর সম্পন্ন করেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মিঠাই দু বছর সম্পন্ন করতে চলেছে, গল্পেরও অবনতি ঘটছে, তাই শেষ হতেই পারে এই ধারাবাহিক। আর এতেই রেগে গিয়েছেন মিঠাই প্রেমীরা। এখনই সবটা ঠিকঠাক নয়। সত্যিটা সময় হলে তবেই জন্য যাবে।

× close ad