সহ্যের সীমা পার, এবার ঘুরে দাঁড়ানোর পালা! ‘শিমুলে’র সিদ্ধান্তে বেজায় খুশি দর্শক

সোশ্যাল মিডিয়ার শিরোনামে যে ধারাবাহিকের নাম জ্বলজ্বল করছে সেটি হল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner

Saranna

zee bangla kar kache koi moner kotha serial shimul stand for herself

সোশ্যাল মিডিয়ার শিরোনামে যে ধারাবাহিকের নাম জ্বলজ্বল করছে সেটি হল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। কয়েক মাসেই মানালী অভিনীত চরিত্র শিমুল সকলের মন জয় করে নিয়েছে। শিমুলের প্রতিবাদী সত্তা সকলের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণা। অনান্য ধারাবাহিকের মতো সবকিছু মুখ বুজে সহ্য করার মতো মেয়ে সে নয়।

আর তাই সাম্প্রতিক এপিসোডে তেমনটাই দেখা গেছে। শিমুল (Shimul) দাদাদের কাছে বোঝা। তাই তড়িঘড়ি করে পরাগের সাথে বিয়ে দিয়ে দেয়। শিমুল (Shimul) যে একজনকে ভালোবাসত, সেই ভালোবাসার কথাও কাউকে বলতে পারেনি। বরং সকলে যা বলেছে সে সেটাই মেনে নিয়েছে। আর সেই মেনে নেওয়ায় তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। এমন একটা শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়েছে সে।

kar kache koi moner kotha serial shimul stand for herself new promo come out

যেখানে তাকে কেউ বোঝেনা বা বোঝার চেষ্টাটুকু করেনা। শ্বশুর বাড়িতে এসে প্রথম দিন থেকেই অনেক কথা শুনতে হয়েছে তাকে। উঠতে বসতে সবসময় খোটা শুনতে হয়েছে। সবসময় সে তার বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছে এবারেও তাই করল। শ্বশুর বাড়ির লোকেরাও শিমুলকে (Shimul) বাড়িতে রাখতে চায় না, বাপের বাড়িতে পাঠিয়ে দিতে চায়। 

শিমুল চলে যায় বাপের বাড়ি, কিন্তু সেখানে গিয়েও তার শান্তি নেই। বিবাহিত বোনকে কেউ দেখবেনা বলে আগেই হাত তুলে দেয়, এ ব্যপারে শিমুল ভেঙে পড়েনা। এখানেও তার প্রতিবাদী সত্ত্বা দেখা যায়। শিমুল নাচ জানে গান জানে পেটে বিদ্যা আছে, তাই নিজের ভাবনা নিজেই করে নিতে পারবে। তাই মায়ের থেকে একটু সময় চায়।

আরও পড়ুনঃ জব্দ শাশুড়ি! নিয়মের বেড়া ভেঙে নতুন অধ্যায় ‘শিমুলে’র জীবনে, রইল দুর্ধর্ষ প্রোমো

kar kache koi moner kotha serial shimul leave her in law house  

অন্যদিকে শিমুলের প্রতিবেশী বন্ধুরা হানা দেয় শিমুলের শ্বশুর বাড়ি। তারা গিয়ে খোঁজ করে শিমুলের। পলাশ বারণ করে দেয়, তাদের পারিবারিক ব্যাপারে ওরা যেন নাক না গলায়। শীর্ষা উত্তরে জানায়, তারা যদি না বলে শিমুল কোথায়, তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দেবে সবার বিরুদ্ধে। এই কথা শুনে সকলেই ভয় পেয়ে যায়।

× close ad