মানুষের ভালোবাসার কোনো মূল্য নেই! TRP কমতেই শেষ হচ্ছে লালকুঠি, ক্ষোভ প্রকাশ দর্শকদের

স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল, ‘লালকুঠি’ (Lalkuthi)। ধারাবাহিক শুরু থেকেই দর্শকদের মন কেড়েছে। কারণ ধারাবাহিকের গল্পে নেই পারিবারিক কূটকাচালি, নেই শাশুড়ি বৌমার

Saranna

zee bangla lalkuthi serial ending soon viewers express anger

স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল, ‘লালকুঠি’ (Lalkuthi)। ধারাবাহিক শুরু থেকেই দর্শকদের মন কেড়েছে। কারণ ধারাবাহিকের গল্পে নেই পারিবারিক কূটকাচালি, নেই শাশুড়ি বৌমার ঝগড়া। শুধুই আছে রহস্য রোমাঞ্চ। বেশিদিন হয়নি ধারাবাহিকের জয়যাত্রা। কিন্তু এরমধ্যেই স্টুডিওপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, ‘পিলু’র পর এ বার বন্ধ হতে চলেছে ‘লালকুঠি’। এত তাড়াতাড়ি সত্যিই কি বন্ধ হয়ে যাবে ধারাবাহিক? কানাঘুষো শোনা যাচ্ছে, ২৫ শে নভেম্বর অন্তিম পর্বের দেখা মিলবে।

কাহিনী যত সুন্দরই হোক না কেন, টিআরপি রেটিং (TRP Rating) এ কম নাম্বার থাকার কারণে ধারাবাহিক গুলোতে কোপ পড়ছে। টিআরপি কম থাকলেও দর্শকদের কাছে ধারাবাহিকটি বেশ জনপ্রিয়। কিন্তু তারপরেও বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি, এই খবরে বেশ বিরক্ত অনুরাগীরা। তারা মানতেই পারছেননা, এমন ঘটনা। কারণ রাহুল-রুকমার ভক্ত অনেকেই।

Rahul Arunodoy Banerjee lalkuthi trolled for wierd acting

‘দেশের মাটি’র মুখ্য নায়ক-নায়িকার থেকে পার্শ্ব নায়ক নায়িকা রাজা-মাম্পি ‘রাম্পি’ জুটি হিসেবে বেশ হিট করেছিল। আর এই ম্যাজিককেই কাজে লাগিয়েছে জি বাংলা কর্তৃপক্ষ। তবে একথা বলতেই হয়, ‘রাম্পি’ জুটির জনপ্রিয়তা যতটা, সেই জনপ্রিয়তাকে ছুঁতে পারেনি বিক্রম-অনামিকা জুটি। কিন্তু এটাও ঠিক, জনপ্রিয়তা এতটাও কম না। তবে প্রযোজনা সংস্থার তরফে জানা গেছে, এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু বেশিদিন ধারাবাহিকটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবেনা।

এইসব শুনে এক অনুরাগী লেখেন, ‘জি এর বেষ্ট সিরিয়াল লালকুঠি, বেস্ট কাস্টিং, বেস্ট স্টোরি লাইন, টিআরপি দিয়ে সবকিছুকে বিচার করা যায়না। জি হোক বা স্টার কারও কাছে, ভালো স্টোরিলাইন, মানুষের ভালোবাসার কোনো মূল্য নেই, শুধু টিআরপি ছাড়া’।

lalkuthi

অন্যদিকে জি বাংলায় আসছে একের পর এক নতুন ধারাবাহিকের প্রোমো। ইতিমধ্যেই শেষ হয়েছে পিলু। তার জায়গায় অর্থাৎ সন্ধ্যা ৬ টায় দেখা মিলবে মিঠাই ধারাবাহিক। আর মিঠাই এর আটটার স্লট জায়গা করে নেবে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। অন্যদিকে আসছে নতুন ধারাবাহিক ‘সোহাগ জলে’ কিন্তু এই ধারাবাহিক কোন স্লটে দেখা মিলবে তা জানা যায়নি, তাহলে কি লালকুঠির জায়গা নেবে?

× close ad