মানুষকে বিনোদন দিতে বাংলা চ্যানেল কর্তৃপক্ষ কি না করছে! কখনও টিআরপি (TRP) বাড়াতে মানুষের মন জয় করতে গল্পের কাহিনী এমন দেখাচ্ছে, যা দেখে মনে হচ্ছে গল্পে গরু গাছে ওঠার মত অবস্থা। আবার কখনও দেখা যাচ্ছে চ্যানেলের জনপ্রিয়তা আনতে এবং মানুষের একঘেয়েমি দূর করতে একের পর এক নতুন সিরিয়াল আসতেই থাকছে। এই যেমন স্টার জলসায় বেশ কিছু নতুন ধারাবাহিক এসেছে, নবাব নন্দিনী, মাধবীলতা, সাহেবের চিঠি, এক্কাদোক্কা।
তবে এবার জি বাংলাই (Zee Bangla) বা কেন পিছিয়ে থাকবে? ষ্টার জলসার সাথে হাড্ডা হাড্ডি টক্কর বজায় রাখতে জি বাংলাও আনতে চলেছে নতুন ধারাবাহিক। আগাগোড়া থেকেই দেখা যায় জি বাংলায় বেশিরভাগ ধারাবাহিক ভগবানের নাম দিয়ে শুরু। বা অনেক সময় দেখা যায় ভগবানের কাহিনী নিয়ে তৈরী ধারাবাহিক। এই যেমন জি বাংলার, ‘গৌরী এল’। মা কালীর ভক্ত গৌরী, তাকে ঘিরেই সিরিয়ালের কাহিনী।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে আসন্ন নতুন ধারাবাহিকের প্রোমো। জি বাংলা এর আগে কালী, লক্ষী, দূর্গার নানান নাম নিয়ে কাজ করেছে। কিন্তু এখনও জগদ্ধাত্রীকে নিয়ে কোনো কাজ করেনি। তাই এবারের নতুন ধারাবাহিকে কিছুটা চমক মিলল। নতুন আসন্ন সিরিয়ালের নাম জগদ্ধাত্রী। আর নায়িকার নামও জগদ্ধাত্রী (Jagaddhatri)।
সিরিয়ালের প্রথম প্রোমোটে তাতে দেখা যাচ্ছে, জগদ্ধাত্রী প্রথম পূজায় নাড়ু বানাচ্ছে। খানিক ভয়ে ভয়েই নাড়ু বানাচ্ছে সে। এরপর দেখা যায় পুজোর জন্য গঙ্গা জল নেই। তাই গঙ্গা জল আনতে যায় জগদ্ধাত্রী। আর গঙ্গার ঘাটে তাকে একেবারে অন্য রূপে দেখা যায়। তাকে ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার হিসেবে দেখা যাচ্ছে।
বাড়িতে কেউ জানেনা যে জগদ্ধাত্রী আসলে একজন অফিসার। গঙ্গার ঘাটে বিসর্জনের দিন দেখা যায় দুস্কৃতিরা গুলি ছুড়ছে। সেখানে দুষ্কৃতিদের কবলে পরে একটি বাচ্ছা ছেলে। সেই বাচ্ছা কে নিজেই উদ্ধার করে জগদ্ধাত্রী।
এরপর যখন বাড়িতে জগদ্ধাত্রীর খোঁজ পরে, তখন আবার আগের রূপেই বাড়িতে হাজির হয় সে। নতু সিরিয়ালের এই প্রোমো দেখে উচ্ছসিত দর্শকেরা। নেটিজেনদের একাংশের মতে এটা গৌরীর পার্ট ২ নাকি? কারণ গৌরিকেও আমরা দুটো রূপে দেখতে পায়। তবে নতুন সিরিয়ালের প্রোমো আসার পাশাপাশি উঠে আসছে প্রশ্ন, কোন সিরিয়ালের ঘাড়ে কোপ পড়তে চলেছে তাহলে?
অনেকেই ভাবছেন হয়তো ‘উমা’ সিরিয়ালটি শেষ হয়ে যাবে। কারণ উমা ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে গিয়েছে। শুরুতে দর্শকদের মন জয় করলেও এখন জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। টিআরপি লিস্টের প্রাপ্ত নাম্বারই তার প্রমান। এর অবশ্য একটা কারণ রয়েছে, ক্রিকেট দিয়ে শুরু হলেও আর ক্রিকেটের কিছু দেখা যায়নি। তবে নিশ্চিতভাবে এখনই কিছুই বলা যাচ্ছে না।