জি বাংলার পর্দায় নতুন সিরিয়াল ‘বটে’! ‘পরিণীতা’র প্রোমো আসতেই উচ্ছসিত দর্শকেরা

এবার নায়ক হয়েই ধরা দেবেন উদয় প্রতাপ সিং, জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা 'পরিণীতা'। প্রোমো প্রকাশ্যে আসতেই উচ্ছসিত দর্শকেরা...

Nandini

Zee Bangla New Serial Parineeta Serial First Promo

পুজোর মাঝেই এল সুখবর, জি বাংলার পর্দায় শুরু হচ্ছে আবারো এক নতুন মেগা। যেখানে নায়ক হিসাবে দেখা যাবে উদয় প্রতাপ সিংকে। হ্যাঁ দীর্ঘদিন ধরেই দর্শকদের দাবি ছিল পার্শ্বচরিত্র নয় এবার হিরো হিসাবেই কাস্ট করা হোক অভিনেতাকে। এবার সেই দাবি পূর্ণ হল। তবে নায়ক চেনা হলেও নায়িকা কে? উত্তরে জানা যাচ্ছে নায়িকা একেবারেই নতুন। নবাগত অভিনেত্রী ঈশানীর সাথে জুটি বাঁধবেন উদয়।

ইতিমধ্যেই জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে সিরিয়ালের প্রথম প্রোমো প্রকাশ্যে এসেছে। যেটা এককথায় সুপার ভাইরাল হয়ে গিয়েছে। নতুন ধারাবাহিকের নাম পরিণীতা। অবশ্য শুধু নাম নয় গল্পেও রয়েছে চমক। একদিকে নায়ক যেখানে হ্যান্ডসাম আর মডার্ন সেখানে নায়িকা গ্রামের মেয়ে। সিরিয়ালের উদয় প্রতাপ সিংকে দেখা যাবে রায়ানের ভূমিকায় আর ঈশানীকে দেখা যাবে পারুলের চরিত্রে।

Parineeta Serial Uday Pratap Singh Aishanee

প্রথম প্রোমো থেকে যেমনটা বোঝা গেল স্বামী স্ত্রী হলেও কলেজে  একেঅপরের প্রতিদ্বন্দ্বী দুজনে। যদিও বাড়ির সকলেই কিন্তু পারুলের  সাপোর্টে। সকলেরই কথা এক, এই রাগের মধ্যে থেকেই একদিন ভালোবেসে ফেলবে সে। এখন কিভাবে এই দুই ভিন্ন প্রান্তের মানুষ কিভাবে একেঅপরের কাছাকাছি আসে সেটাই দেখার। তবে নায়িকা ছাড়াও সম্ভব খলনায়িকার দর্শনও মিলেছে প্রোমোতেই। হার গৌরী পাইল হোটেলের খলনায়িকা অভিনেত্রী সুরভী  মালিককেই হয়তো দেখা যাবে নেগেটিভ চরিত্রে।

এবার সকলের মনেই দুটো প্রশ্ন। কবে থেকে শুরু হবে নতুন মেগা ও কটা থেকে হবে সম্প্রচার? আর নতুন সিরিয়াল শুরু মানেই কাউকে না কাউকে শেষ হতে হয়। তাহলে এবার কার পালা? এই দুই প্রশ্নের উত্তরই আগামী দিনে চ্যানেল কর্তৃপক্ষ অফিসিয়ালি সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করলে পাওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আর বিনোদনের লেটেস্ট খবর পেতে আমাদের পেজ ফলো করুন ও গ্রুপে জয়েন করতে পারেন।

× close ad