৪ মাসেই লালবাতি! সোহাগ জলের পর শেষ হচ্ছে জি বাংলার আরও এক জনপ্রিয় সিরিয়াল

বর্তমানে ধারাবাহিক চ্যানেল গুলোতে একদিকে যেমন আসছে নতুন ধারাবাহিকের হিমেল হাওয়া, এরই মাঝে আসছে খারাপের হাওয়া। নতুন ধারাবাহিককে জায়গা দিতেই একের পর এক ধারাবাহিক বন্ধ

Saranna

zee bangla one more serial ending soon

বর্তমানে ধারাবাহিক চ্যানেল গুলোতে একদিকে যেমন আসছে নতুন ধারাবাহিকের হিমেল হাওয়া, এরই মাঝে আসছে খারাপের হাওয়া। নতুন ধারাবাহিককে জায়গা দিতেই একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। আর ধারাবাহিক গুলো বন্ধ হওয়ার পিছনে একটাই কারণ সেটা হল টিআরপি। টিআরপি কম যার, সেই ধারাবাহিকের আয়ুও কম। 

ইতিমধ্যেই আমরা দেখেছি জি বাংলায় (Zee Bangla) এসেছে নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। এই ধারাবাহিককে জায়গা করে দিতে শেষ করে দেওয়া হয়েছে নতুন ধারাবাহিক, যার বয়স মাত্র ৭ মাস, সেটি হল ‘সোহাগ জল’। অনেকদিন ধরেই  শোনা যাচ্ছিল এই মাসে শেষ হবে, ওই মাসে শেষ হয়ে যাবে। কিন্তু এই মাস ওই মাস না হয়ে মাত্র ৭ মাস বয়সে ১ জুন বিদায় নিয়েছে সোহাগ জল।

after mithai serial sohag jol serial also end soon

অল্প বয়সে বিদায়ী হওয়ার ঘটনা ধারাবাহিক চ্যানেলে নতুন কিছু নয়, এর আগেও দেখা গিয়েছে এই ঘটনা। সোহাগ জল যে স্লটে সম্প্রচারিত হত, সেই স্লটে আসেনি নতুন ধারাবাহিক। নতুন ধারাবাহিক এসেছে ৬:৩০ টার স্লটে। আগে ৬:৩০ টার স্লটে দেখা যেত ‘খেলনা বাড়ি’, এই খেলনা বাড়িকে রাত ৯ টার স্লটে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই সব ঘটনার পাশাপাশি, আরও একটি খবর শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আরও এক ধারাবাহিক শেষ হয়ে যাবে যার বয়স মাত্র ৪ মাস। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় ‘মুকুট’ (Mukut) ধারাবাহিক। অনুরাগের ছোঁয়ার বিপরীতে এই ধারাবাহিককে আনা হয়েছিল। যাতে তাকে টেক্কা দিতে পারে। কিন্তু টেক্কা আর দিতে পারল না। কম টিআরপির অভাবে এই ধারাবাহিক টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি।

mukut serial should be copy of jagaddhatri serial told netizen

টিআরপি বাড়াতে মুকুটের স্লট বদল করে ১০ টার স্লটে নিয়ে আসা হয়, কিন্তু তাও কোনোরকম লাভ হয়নি। আর তাই চ্যানেল রাজি নয় এরকম ফ্লপ মেগাকে এগিয়ে নিয়ে যেতে। চলতি জুলাই মাসেই সম্ভবত শেষ হবে শ্যুটিং পর্ব। এর জায়গায় আসবে নতুন ধারাবাহিক। 

× close ad