সাত পাঁক ঘুরলেন জি বাংলার এই জনপ্রিয় জুটি! বিয়েতে ছিল তারকাদের মেলা, রইল ছবি

Bengali Serial : খুব কম মানুষের ক্ষেত্রে দেখা যায় পর্দার প্রেম পরিণত হচ্ছে বাস্তবে। যাদের হয়, তাদের আর আনন্দের সীমা থাকে না। তেমনই এক বাংলা

Saranna

zee bangla serial this famouse pair tie knot viral photos

Bengali Serial : খুব কম মানুষের ক্ষেত্রে দেখা যায় পর্দার প্রেম পরিণত হচ্ছে বাস্তবে। যাদের হয়, তাদের আর আনন্দের সীমা থাকে না। তেমনই এক বাংলা সিরিয়ালের (Bengali Serial) জুটির আনন্দের অন্ত নেই। সেই জনপ্রিয় জুটি হলেন স্বর্ণদীপ্ত ঘোষ (Swarnadipto Ghosh) অর্পিতা মন্ডল (Arpita Mondal)। এই জুটির দেখা মিলেছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষী কাকিমা সুপারস্টার’-এ। যারা পরিচিত লক্ষী কাকীমার ছেলে বৌমা হিসেবে।

এই লক্ষী কাকিমার চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ২৬ নভেম্বর হয়েছিল আংটি বদল। বেশ জমকালো পোশাকে জমকালো অনুষ্ঠানে দেখা মিলেছিল এই জুটির। আর ২৭ নভেম্বর সম্পন্ন হল শুভ বিবাহ। বাগুইহাটিতে বসেছিল বিয়ের আসর। ২৯ ডিসেম্বর হবে রিসেপশন। সেটা অনুষ্ঠিত হবে পাটুলির সত্যজিৎ পার্কে।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

বরের পরনে ছিল ধুতি পাঞ্জাবি আর কনের পরনে ছিল লাল টুকটুকে বেনারসী। ছেলের বিয়ে বলে কথা, লক্ষী কাকিমা আসবেন না তা কখনো হয়। উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য। পরনে ছিল সাদা ডিজাইনার শাড়ি আর কস্টিউম জুয়েলারী। নতুন বর কনের সঙ্গে বেশ পোজ দিয়ে ফটো তুলেছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষী কাকিমার গোটা টিম। বর্তমানে অর্পিতা অভিনয় করছেন ‘ফুলকি’ ধারাবাহিকে। সেই ধারাবাহিকের কিছু মানুষ জনও উপস্থিত ছিলেন। একেবারে যেন চাঁদের হাট। শুধু বিয়ের দিন নয়, আংটি বদলের দিনও উপস্থিত ছিলেন অপরাজিতা। সেই ছবিও নিজের অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Swarnadipto Ghosh (@swarnadipto)

আর ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে হল আমাদের স্বর্ণদীপ্ত আর অর্পিতার রিং সেরিমনি। আবার আমরা লক্ষী কাকিমার পুরো টিম ফুল অন এনার্জি নিয়ে হইহই করে আনন্দ করলাম। আর মিশে গেলাম এক অপার শান্তিতে। রিল লাইফ থেকে রিয়েল লাইফে বিয়ে বলে কথা সে কি আর চাড্ডিখানি ব্যাপার। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি , লক্ষী কাকিমার বড় ছেলে আর বড় বউ খুব আনন্দে আর শান্তিতে থাক’। 

× close ad