বছর শেষে শোনা যায় ধারাবাহিকের অবসান এবং নতুন ধারাবাহিকের আগমন, আবার বছরের মাঝে শোনা যায় নতুন ধারাবাহিক খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়ে আবারও আসবে নতুন ধারাবাহিক। আসা-যাওয়ার খেলা যেন চলতেই থাকে। আসলে সবটাই টিআরপির খেল। টিআরপি তালিকায় নাম না পাওয়া গেলেই অবসান ঘটে ধারাবাহিকের। আর টিআরপি তালিকায় দেখা না যাওয়ার কারণ হল দর্শকদের পছন্দ হচ্ছে না ধারাবাহিক।
এই তো সম্প্রতি শোনা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘মুকুট’ (Mukut)। কিন্তু নতুন যে ধারাবাহিক আসবে, কিন্তু কোন স্লটে দেখা যাবে ধারাবাহিককে? জি বাংলায় জায়গা কোথায়? শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি শেষ হয়ে যাবে ‘সোহাগ জল’। ধারাবাহিকের কাহিনী দর্শকদের মোটেই ভালো লাগছে না। শুধুই রয়েছে পরকীয়া। তাই সোহাগ জল শেষ হয়ে যাবে।
বর্তমানে সোহাগ জল দেখা যাচ্ছে রাত ৯ টার স্লটে। এই স্লটে আসবে ‘তোমার খোলা হাওয়া’। বর্তমানে ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিক দেখা যাচ্ছে রাত ৯:৩০ টার স্লটে। আর ২৭ শে মার্চ থেকে ৯:৩০ টার স্লটে আসবে মুকুট। রাত ৯:৩০ টার স্লটে টিআরপি তোলা খুবই কঠিন। দেখা যাক, মুকুট পারে কিনা।
অন্যদিকে মুকুটে রয়েছে তিন তিনটে নায়িকা। মুখ্য ভূমিকায় রয়েছে মাধবীলতা ধারাবাহিকের মাধবী অর্থাৎ শ্রাবণী ভুঁইয়া, হিরোর বান্ধবীর ভূমিকায় রয়েছে কড়ি খেলা খ্যাত অভিনেত্রী শ্রীপর্ণা রায়। আবার আরও এক চরিত্রে রয়েছে ইন্দ্রাক্ষী রায়। ইন্দ্রাক্ষীর চরিত্র খল চরিত্র। প্রসঙ্গত, মুকুট ধারাবাহিকের প্রোমো দেখে অনেকেই বলছেন মাধবীলতা ২।
এক নেটিজেন বলেছেন, ‘এবার আর নতুন কনসেপ্ট নয়,, সেই পুরনো ব্লুজের টিপিকাল কনসেপ্ট নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘মুকুট’। মাধবীলতা তে এভাবেই কাস্তে দা নিয়ে প্রমো তে দাঁড়িয়েছিল এবার মুকুট ধারাবাহিকে ঘন্টা নিয়ে দাঁড়িয়েছে,, পূর্বজন্মের মাধবীলতার মতো শক্তি পেয়ে বাহুবলীর মতো ঘন্টাটাকে ঘোরাচ্ছে সেই একই রকম দুর্গাপুজো দিয়ে ওপেনিং , যেন মাধবীলতা ২’।