বেঙ্গল টপার হয়েও ‘ফুলকি’ আসতেই স্লটহারা এই জনপ্রিয় সিরিয়াল, ক্ষোভ প্রকাশ অনুরাগীদের

প্রত্যেক বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশ পায়। আর এতেই ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ হয়। কিন্তু অনেক সময় টিআরপি তালিকা প্রকাশ হওয়ার আগেই ভাগ্য নির্ধারণ হয়ে যায়। সেই

Saranna

zee bangla upcoming serial phulki snatch gouri elo's slot angry netizen

প্রত্যেক বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশ পায়। আর এতেই ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ হয়। কিন্তু অনেক সময় টিআরপি তালিকা প্রকাশ হওয়ার আগেই ভাগ্য নির্ধারণ হয়ে যায়। সেই ভাগ্য কখনো ভালো হয় আবার কখনো খারাপ হয়। আর সম্প্রতি এরকমই পরিণতি হল জি বাংলার এক ধারাবাহিকের। যা দেখে অনুরাগীরা খুবই দুঃখ পেয়েছেন।

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এল’ (Gouri Elo)। এতদিন এই ধারাবাহিককে কখনো দেখা গেছে পঞ্চমে, আবার কখনো দেখা গেছে চতুর্থতে আবার কখনো দেখা গেছে তৃতীয়তে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সবাইকে ছাপিয়ে একেবারে প্রথমে। এতে খুশি হওয়ার কথা কলাকুশলী থেকে অনুরাগীদের। কিন্তু এই খুশির মাঝেই দেখা গেছে বিষণ্ণতার সুর। কারণ গৌরী এল স্লট হারা। ১২ই জুন থেকে আসছে নতুন ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)।

zee bangla upcoming serial phulki actress divyani mondal aka fulki's real identity

‘গৌরী এল’ ধারাবাহিক যে সময়ে দেখা যেত, সেই স্লটেই আসছে ফুলকি। এই স্লট হারা দেখে রীতিমতো রেগে গিয়েছেন দর্শকরা। এত সুন্দর ফলাফল যে ধারাবাহিকের, সেই ধারাবাহিক নাকি স্লট হারা। ১২ই জুন থেকে গৌরী এল দেখা যাবে সন্ধ্যা ৬ টার স্লটে। অন্যদিকে স্টার জলসায় ৭:৩০ এর স্লটে আসছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। দেখা যাক কেমন ফলাফল করতে পারে।

এর আগেও গৌরী এল ৫ বার টিআরপি টপার হয়েছে, অনেকদিন পর সবাইকে ছাপিয়ে গিয়ে আবারও টিআরপি টপার হয়েছে গৌরী এল। কিন্তু ভাগ্যের পরিহাসে সে আজ স্লট হারা। অনুরাগীরা বলছেন, ‘ এবার gouri elo এর মতো হিট সিরিয়াল এর trp কমবে আর ফুলকি তো ফ্লপ হবেই’। আর এক অনুরাগী লিখেছেন, ‘জী বাংলা সত‍্যিই স্বার্থপর নিজের সিরিয়ালের জন‍্য গৌরী এলোকে সন্ধ‍্যায় দিচ্ছে।

Zee Bangla Gouri Elo Serial Time Slot

সুপার ফ্লপ হবে। ভেবেছিলাম দেখব। এখন গৌরী এলো কে কষ্ট দেওয়ার জন‍্য আর দেখব না। ছি জী বাংলা ছি ছি । টপার সিরিয়ালকে এমন অপমান।।’ আবার কেউ লিখেছেন, ‘এটা অন্যায় ! এতদিন মিঠাইয়ের সাথে করা হয়েছিল এখন গৌরি এলোর সাথে করছে।নতুন কে পেলে পুরনোর কোন দাম থাকে না সেটা জি কাকুর দেখে শিখেছি।’

× close ad