কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, ‘মাধবীলতা’ ধারাবাহিকের মাধবী অর্থাৎ শ্রাবণী ভুঁইয়া আবারও নতুন করে পর্দায় ফিরছেন। এই জল্পনাকে সত্যি করল জি বাংলা (Zee Bangla)। জি বাংলার পর্দায় দেখা গেল নতুন ধারাবাহিকের প্রোমো। যেখানে জানা গেল, ধারাবাহিকের নাম ‘মুকুট’ (Mukut)। ব্লুজ প্রোডাকশনের পরিচালনায় আসছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছে মাধবীলতা খ্যাত শ্রাবণী ভুঁইয়া (Shraboni Bhunia)। তাঁর বিপরীতে রয়েছেন, অর্ঘ্য মিত্র। এছাড়াও রয়েছেন, ‘কড়ি খেলা’র অভিনেত্রী শ্রীপর্ণা রায়, টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা শুভাশীষ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রোমো ভিডিও।
ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, মা দূর্গাকে সাজাচ্ছেন মুকুট (শ্রাবণী ভুঁইয়া) । মায়ের হাতে সমস্ত অস্ত্রের বদলে তুলে দিচ্ছেন ফুল। এই সময়ই ক্যামেরা নিয়ে হাজির হয় রায়ান (অর্ঘ্য মিত্র), রায়ান বলে, ‘ এ কি অস্ত্রর বদলে ফুল কেন?’ তখন মুকুট জানান, ‘ মা তো ভালোবাসারই রূপ, এবার না হয়, অস্ত্রের বদলে ফুল হাতে গৌরী রূপে পূজা করলেন’। এরপর দেখা যায়, একদল গুন্ডা বিয়ের কনেকে তুলে নিয়ে যায়।
এই ঘটনা দেখে বাঁচাতে যায়, মুকুট। প্রথমে দেখা যায়, গুন্ডাদের মুখে থালা ভর্তি সিঁদুর ছুঁড়ে মারে। এরপর দেখা যায় মন্দিরের ঘন্টা হাতে নিয়ে, বনবন করে ঘোড়াচ্ছে আর বলছে, ‘মেয়েরা যেমন গৌরী প্রয়োজনে চন্ডীও হতে পারে’।ধারাবাহিকের প্রোমো দেখে অনেকেই বেশ আগ্রহী, তাই একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মুকুট ধারাবাহিকটি নিঃসন্দেহে ভালো হবে অন্তত প্রোমো দেখে যেটা মনে হলো।
কিন্তু আমার মনে হয় এই ধারাবাহিকটি সেমি প্রাইম স্লটে যা trp দেবে তার থেকে সুপার প্রাইম স্লটে দিলে আরও দুর্দান্ত trp দেবে।’ কার পরিবর্তে এই ধারাবাহিক দেখা যাবে, তা এখনও জানা যায়নি, তবে শোনা যাচ্ছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ সোহাগ জল’ শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। তবে এখনও অফিশিয়ালি কিছু জানা যায়নি। অন্যদিকে অনেকেই ধারাবাহিকের প্রোমো আসতেই সমালোচনা করেছেন।
এক নেটিজেন বলছেন, ‘এবার আর নতুন কনসেপ্ট নয়’। সেই পুরনো ব্লুজের টিপিকাল কনসেপ্ট নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘মুকুট’। মাধবীলতা তে এভাবেই কাস্তে দা নিয়ে প্রমো তে দাঁড়িয়েছিল এবার মুকুট ধারাবাহিকে ঘন্টা নিয়ে দাঁড়িয়েছে,, পূর্বজন্মের মাধবীলতার মতো শক্তি পেয়ে বাহুবলীর মতো ঘন্টাটাকে ঘোরাচ্ছে , সেই একই রকম দুর্গাপুজো দিয়ে ওপেনিং, যেন মাধবীলতা ২’।