ধারাবাহিকে স্লট পরিবর্তনের ঘটনা নতুন নয়,প্রায়শই দেখা যায় এই স্লট পরিবর্তনের ঘটনা। ধারাবাহিক যখন শুরু হয় একটা নতুন স্লট নিয়ে, কিন্তু ধারাবাহিকের মাঝে দেখা যায় স্লট পরিবর্তন ঘটে। সেটা ধারাবাহিক শেষ করার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক। মিঠাই এর মতো একটি জনপ্রিয় ধারাবাহিকও স্লট পরিবর্তন করে অন্য স্লটে এসেছে। তাই বলে জনপ্রিয়তা কিন্তু কমেনি।
সম্প্রতি এরকমই স্লট পরিবর্তন হতে দেখা যাচ্ছে, জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিকের। জি বাংলার একটি নতুন ধারাবাহিক ‘মুকুট’ (Mukut)। এই ধারাবাহিক টিভির পর্দায় সবেমাত্র শুরু হয়েছে। কিছু মানুষের কাছে এই ধারাবাহিক জনপ্রিয়, সবার কাছে নয়। আর তাই ধারাবাহিকের স্লট পরিবর্তন করা হচ্ছে।
মুকুট ধারাবাহিক দেখা যায় রাত ৯:৩০ এ। অন্যদিকে এর প্রতিদ্বন্দী চ্যানেল স্টার জলসাতে এই সময় দেখা যায় টিআরপি টপার শক্তিশালী ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিক এতটাই শক্তিশালী যে মুকুট তাকে কাবু করতে পারছেনা। আর তাই স্লট পরিবর্তন। অন্যদিকে জি বাংলার আরও এক নতুন ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই ধারাবাহিক কিন্তু দর্শকমহলে বেশ জনপ্রিয়।
আর তাই অনুরাগের ছোঁয়ার সাথে লড়াই করাতে ১৫ ই মে থেকে রাত ৯..৩০ টার স্লটে দেখা যাবে ইচ্ছে পুতুল ধারাবাহিককে। অন্যদিকে ইচ্ছে পুতুলকে বর্তমানে দেখা যায়, রাত ১০ টার স্লটে। আর তাই এই স্লটে এবার থেকে দেখা যাবে মুকুট ধারাবাহিককে। মূলত, ইচ্ছে পুতুল ধারাবাহিকটি শুরুর পর থেকেই সেভাবে প্রাধান্য পায়নি দর্শকের কাছে। এবার ‘বেঙ্গল টপার’ সিরিয়ালের বিপরীতে দর্শকের কাছে কতটা প্রাধান্য পাবে তা সময়ের সাথেই জানা যাবে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে বলছে, \’তাহলে মন দিতে চাই কি দোষ করলো এতো সুন্দর একটা ধারাবাহিক মন দিতে চাই কে রাত 9 টায় দেওয়া হোক’। আবার কেউ বলছেন, ‘ওই পুতুল কিছুই করতে পারবে না আর 10 টায় যা টিআরপি পাচ্ছিলো মুকুটের জন্য ওই টুকুও আর পাবে না’। ভবিষ্যতই বলবে এই ধারাবাহিক কতটা কি টিআরপি তুলতে পারে। তবে অনেকেই আশা করছেন টিআরপির ফল ভালো হবে।