শুরুতেই মন জিতে নিল ‘বঁধূয়া’, টপার জ্যাস নাকি দীপা? রইল চমকদার TRP তালিকা

Target Rating Point : বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) দর্শকের কাছে এখন বেশ গুরুত্বপূর্ণ। টিআরপি নম্বর নির্ধারণ করে কোন ধারাবাহিক দীর্ঘ চলবে

Nandini

14th march bengali serial top ten trp list

Target Rating Point : বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) দর্শকের কাছে এখন বেশ গুরুত্বপূর্ণ। টিআরপি নম্বর নির্ধারণ করে কোন ধারাবাহিক দীর্ঘ চলবে আর কোন ধারাবাহিক খুব শীঘ্রই শেষের পথে। খুব বেশিদিন টিআরপি তালিকায় কোনো সিরিয়াল পরিলক্ষিত না হলে সেই সিরিয়ালটির মেয়াদ ফুরিয়ে আসে। আর শেষ করে দেওয়া হয়। বর্তমানে গল্প বা কাস্টিং যতই ভালো হোক না কেন দর্শক সেই গল্পে আকৃষ্ট কিনা সেটাই দেখার।

তালিকায় এখন বেঙ্গল টপার থেকে সরে গেছে অনুরাগের ছোঁয়া। সেখানে বেশ কিছু সপ্তাহ জি বাংলার ‘জগদ্ধাত্রী’ জায়গ করে নিতে পারলেও বর্তমানে ‘জগদ্ধাত্রী’কে টেক্কা দিচ্ছে ‘নিম ফুলের মধু’। শুরু থেকেই একের পর এক নতুন নতুন গল্প সিরিয়ালটিতে দেখা যায় দত্ত পরিবারকে ঘিরে। শুরু থেকেই টিআরপি-র দৌড়ে থাকলেও খুব কমই প্রথম স্থানে দেখা গেছে এই সিরিয়ালটিকে।

14th march bengali serial trp list

তবে গত দুই সপ্তাহ যাবৎ বেঙ্গল টপার ‘নিম ফুলের মধু’। আর দ্বিতীয় স্থানে আছে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটি। এই সপ্তাহ থেকে টিআরপির দৌড়ে যোগ হয়েছে ‘বঁধূয়া’ সিরিয়ালটি। আর প্রথম সপ্তাহেই একেবারে সেরা দশে জায়গা করে নিয়েছে সিরিয়ালটি। গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কোন গোপনে মন ভেসেছে তালিকায় নিচের দিকে নেমে গেছে।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

প্রথম- নিম ফুলের মধু (৮.৩)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.২)
তৃতীয়- ফুলকি (৮.০) 

চতুর্থ- গীতা LLB (৭.৯)
পঞ্চম- কথা (৭.৩)
কোন গোপনে মন ভেসেছে (৭.২)
কার কাছে কই মনের কথা (৬.৫)
অনুরাগের ছোঁয়া (৬.৩)
বঁধুয়া (৬.২)
আলোর কোলে (৫.৭)

29th february bengali serial top ten trp list

এই সপ্তাহে ‘তোমাদের রানী’ সেরা দশে জায়গা জায়গা করে নিতে পারেনি। প্রায় সবকটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর অনেকটাই কমে এসেছে। ধারাবাহিক ছাড়াও নন-ফিকশন শো গুলির মধ্যে এই সপ্তাহে সর্বোচ্চ নম্বর পেয়েছে দিদি নং ১ ৯.৬ (সানডে ধামাকা), দাদাগিরি ৫.৯, ঘরে ঘরে জি বাংলা পেয়েছে ১.৫ পয়েন্ট।

Related Post