গৌরী-পিলু-মিশকার পর আবারও এক নৃত্যশিল্পীর অভিনয়ে হাতেখড়ি, কে সে? রইল পরিচয়

Bengali Serial: ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)এমন একটা রিয়েলিটি শো যেখানে প্রতিযোগীরা পারফরম্যান্সের পাশাপাশি অভিনয় দুনিয়ায় সুযোগ পেয়েছে। বাংলা সিরিয়াল (Bengali Serial) ইন্ডাস্ট্রিতে এরূপ

Saranna

dance bangla dance perticepent entry on bengali serial

Bengali Serial: ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)এমন একটা রিয়েলিটি শো যেখানে প্রতিযোগীরা পারফরম্যান্সের পাশাপাশি অভিনয় দুনিয়ায় সুযোগ পেয়েছে। বাংলা সিরিয়াল (Bengali Serial) ইন্ডাস্ট্রিতে এরূপ দৃষ্টান্ত অনেক রয়েছে। মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী ঐন্দ্রীলা সাহা, গৌরী এল ধারাবাহিকের মোহনা মাইতি, পিলু ধারাবাহিকের মেঘা দাঁ থেকে শুরু করে আরও অনেক জনপ্রিয় অভিনেত্রী এই তালিকায় নাম লিখিয়েছেন।

তবে সম্প্রতি আরও এক ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী এই তালিকায় যুক্ত হয়েছেন। কে সেই মানুষ? ২০২৩ সালের ডান্স বাংলা ডান্স সিজন ১২ এর প্রতিযোগী হলেন প্রিয়াঙ্কা বসাক (Priyanka Bysack)। দুর্দান্ত ডান্স করে সকলের মন জিতে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। ফাইনালেও পৌঁছে গিয়েছিলেন তিনি। এতদিন প্রিয়াঙ্কার নাচ দেখে এসেছেন এবার তাঁর অভিনয় দেখার জন্য প্রস্তুত থাকুন। 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Bysack (@priyanka_bysack)

কোন ধারাবাহিকে দেখা যাবে? জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)তে দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর চরিত্রের নাম সুইটি পাল। ইতিমধ্যেই ধারাবাহিকে তাঁর এন্ট্রি হয়ে গেছে। মনে করা হচ্ছে তাঁর এই চরিত্রটা নেগেটিভ।ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, ইশা টাকা এবং পাওয়ারের  লোভে  এক মন্ত্রীকে বিয়ে করে। তারপরেই সে ফন্দি আঁটে সৃজন-পর্ণার উপর হামলা করার।

আরও পড়ুনঃ ‘রামপ্রসাদ’ অতীত, এবার আসছেন ‘গদাধর’! জলসার নতুন প্রোমো ঘিরে উত্তেজনা দর্শকমহলে

সৃজন আর পর্ণা একটা বড় অর্ডার পায়। সেটার কাঁচামালের জন্য তারা একটা গ্রামে যায়। আর সেখানে গিয়ে হামলার মুখে পড়তে হয় পর্ণাদের। আর সেই গ্রামের বাসিন্দা সুইটি পাল। সে এবং তাঁর পরিবার খুবই লোভী। তাদের প্রধান উদ্দেশ্য হল, বড়লোক ছেলেকে পটিয়ে বিয়ে করা। সেই সুইটি প্রথমে পর্ণাকে বাঁচায়। 

এরপরে সৃজনকে ভালো লেগে যায় সুইটির। আর তাই এবার সুইটির ফাঁদে পা দেয় সৃজন। সুইটি সৃজনকে মিথ্যা বিয়ের নাটক করতে বলে। তারপর সৃজনের সঙ্গে কলকাতায় চলে আসে। আর এবারই ঘটবে অঘটন। দত্ত বাড়িতে উঠবে ঝড়। উল্লেখ্য, সম্প্রতি ৫০০ পর্ব পার করে ফেলেছে নিম ফুলের মধু। আর তার জন্য বেশ বড় করে সেলিব্রেশন হয়েছে।

Related Post