জ্যাস-পর্ণা ফেল! টক্কর কথা-গীতার, সেরা কে? রইল সম্পূর্ণ TRP তালিকা

Target Rating Point : প্রত্যেক বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকার (TRP List) দিকে তাকিয়ে থাকেন দর্শক। সারা সপ্তাহ যাবৎ কোন ধারাবাহিক কতটা ভালো

Nandini

19th september bengali serial top ten trp list

Target Rating Point : প্রত্যেক বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকার (TRP List) দিকে তাকিয়ে থাকেন দর্শক। সারা সপ্তাহ যাবৎ কোন ধারাবাহিক কতটা ভালো ফলাফ অল করতে পারল সেটাই থাকে অনুরাগীদের লক্ষ্য। কারণ যে সিরিয়াল যত ভালো টিআরপি পাবে সেই সিরিয়ালের টিকে থাকার মেয়াদ বেশ দীর্ঘ হবে। বর্তমানে এমনটাই হয়েছে বাংলা সিরিয়ালের হাল।

এই সপ্তাহে টিআরপি তালিকায় আছে বড়সড় চমক। প্রত্যেকবার তালিকায় এগিয়ে থাকতে দেখা যায় জি বাংলার বিশেষ কিছু সিরিয়াল। জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, ফুলকি একে অপরকে টেক্কা দিয়ে বেশ কিছু সপ্তাহ যাবৎ প্রথম স্থান দখল করে রেখেছে। তবে এইবারের চিত্রটা বদলে গেছে। এইবারে এই তিন জনপ্রিয় সিরিয়ালের কোনোটাই তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিতে পারেনি।

25th july bengali serial trp list

এই সপ্তাহে প্রথম স্থানে অর্থাৎ বেঙ্গল টপারের স্থানে দেখা গেছে জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা LLB’ সিরিয়ালটিকে।তবে ‘ফুলকি’ দ্বিতীয় স্থানে নিজের জায়গা বজায় রেখেছে। পিছিয়ে পড়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটি। ‘কথা’ আর ‘উড়ান’ তালিকার প্রথম পাঁচে জায়গা তৈরী করতে সক্ষম হয়েছে। আসুন একনজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা ১০ টিআরপি তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা ১০ ধাবাহিকের টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট (TRP List of Week’s Top 10 Bengali Serial)

গীতা LLB – ৭.৩
ফুলকি – ৭.১
নিম ফুলের মধু – ৬.৯
কথা, উড়ান – ৬.৮
কোন গোপনে মন ভেসেছে – ৬.৪

জগদ্ধাত্রী, রোশনাই – ৬.৩
শুভ বিবাহ – ৬.১
বঁধুয়া – ৫.৯
মিঠিঝোরা – ৫.৪
ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.২

× close ad