সেরা ১০’এ ফিরে এল ‘কথা’! ‘যোগমায়া’কে হারিয়ে ‘রানী’র জয়, টপার কে? রইল সম্পূর্ণ তালিকা

Target Rating Point : প্রতি সপ্তাহে টিআরপি তালিকার (TRP List) জন্য অপেক্ষায় থাকেন আপামর বাঙালি সিরিয়াল (Bengali Serial) প্রেমী। বর্তমানে টিআরপির নিরিখেই সিদ্ধান্ত নেওয়া হয়

Nandini

1st april bengali serial top ten trp list

Target Rating Point : প্রতি সপ্তাহে টিআরপি তালিকার (TRP List) জন্য অপেক্ষায় থাকেন আপামর বাঙালি সিরিয়াল (Bengali Serial) প্রেমী। বর্তমানে টিআরপির নিরিখেই সিদ্ধান্ত নেওয়া হয় কোন ধারাবাহিক থাকবে আর কোন ধারাবাহিককে পর্দা থেকে সরিয়ে দেওয়া হবে। বর্তমানে তালিকায় শীর্ষ স্থান দখল নিয়ে জি বাংলার কয়েক সিরিয়ালের চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

কখনও ‘নিম ফুলের মধু’ কখনও ‘জগদ্ধাত্রী’ তো কখনও আবার ‘ফুলকি’ এই তিন সিরিয়ালকে বর্তমানে সমসময় টিআরপি তালিকায় শীর্ষস্থানে দেখা যাচ্ছে। যদিও এখানে সবাইকে পিছনে ফেলে এই দৌড়ে সামিল হয়েছে স্টার জলসায় এক সিরিয়াল। তা হল ‘গীতা LLB’, ‘অনুরাগের ছোঁয়া’ পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি গীতা।

1st april bengali serial trp list

গত সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সকলকে চমকে দিয়ে সেরার সেরা ধারাবাহিক ‘ফুলকি’। জগদ্ধাত্রী আর নিম ফুলের মধু এবারেও ফুলকির কাছে পরাস্ত। অন্যদিকে, ‘কথা’ আবার সেরা পাঁচে জায়গা করে নিয়েছে। প্রতিপক্ষ রানীর সাথে এখনও বিশেষ পেরে ওঠেনি জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘যোগমায়া’। তো আসুন আজকের সেরা ১০ বাংলা সিরিয়ালের তালিকা দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ বয়সকে তুচ্ছ করে সাবলীল অভিনয়! মা-কিংবা দিদির চরিত্রে দর্শকদের মন জিতেছে আরাত্রিকা

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

প্রথম- ফুলকি (৮.৪) 
দ্বিতীয়- নিম ফুলের মধু (৮.২)
তৃতীয়- জগদ্ধাত্রী / গীতা LLB (৭.৮)

চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে (৭.২)
পঞ্চম- কথা (৭.০)
অনুরাগের ছোঁয়া (৬.৭)
কার কাছে কই মনের কথা (৬.২)
তোমাদের রানী (৫.৮)
জল থই থই ভালোবাসা (৫.৭)
বঁধুয়া (৫.৫)

14th march bengali serial trp list

এই সপ্তাহে প্রায় সবকটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর কিছুটা বেড়েছে। ‘তোমাদের রানী’ নতুন প্রতিপক্ষ পেয়েই স্লট লিড করেছে। সেরা ১০ এর তালিকায় জায়গা করে নিয়েছে। কোন গোপনে মন ভেসেছেও তালিকায় একটু উপরের দিকে এগিয়ে গেছে। বিনোদনের মাধ্যম ধারাবাহিক ছাড়াও কিছু নন-ফিকশন শো। এই সপ্তাহে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে দাদাগিরি ৪.৬ প্রাপ্ত নম্বর। দিদি নং ১ প্রাপ্ত নম্বর ২.৮, আর ঘরে ঘরে জি বাংলার ১.২ প্রাপ্ত নম্বর।

Related Post