সেরার তকমা পেল পরশুরাম, কোথায় জগদ্ধাত্রী-পরিণীতা? দেখুন টাটকা TRP তালিকা

বাঙালি দর্শকেরা বৃহস্পতিবার দিনটা এলেই বেশ চিন্তায় থাকেন। হ্যাঁ ঠিকই ধরেছেন এই দিনেই যে প্রকাশ্যে আসে সিরিয়ালের টিআরপি তালিকা (Bengali Serial TRP)। এসপ্তাহেও তার ব্যতিক্রম

Admin

bengali serial trp list check top 10 with numbers

বাঙালি দর্শকেরা বৃহস্পতিবার দিনটা এলেই বেশ চিন্তায় থাকেন। হ্যাঁ ঠিকই ধরেছেন এই দিনেই যে প্রকাশ্যে আসে সিরিয়ালের টিআরপি তালিকা (Bengali Serial TRP)। এসপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। তাহলে কে হল বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।

বেঙ্গল টপার হল কোন মেগা?

সম্প্রতি যে নতুন টিআরপি লিস্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, চোকা হাকিয়েছে ষ্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’। এসপ্তাহে ৭.২ পয়েন্ট সহ সকলকে টেক্কা দিয়ে সেরার তকমা জুটেছে তৃণা ও ইন্দ্রজিৎ অভিনীত মেগার। বাকিরা কে কোথায়? চলুন দেখে নেওয়া যাক।

বাংলা সিরিয়ালের সেরা টিআরপি তালিকা । Bengali Serial TRP List

  • পরশুরাম আজকের নায়ক – ৭.২
  • ফুলকি – ৭.০
  • জগদ্ধাত্রী, রাঙ্গামতি তীরন্দাজ, পরিণীতা – ৬.৭
  • গৃহপ্রবেশ – ৬.৩
  • চিরসখা – ৬.১
  • কথা – ৫.৯
  • অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৫.৭
  • কোন গোপনে মন ভেসেছে – ৫.১
  • চিরদিনই তুমি যে আমার – ৫.০
  • মিত্তির বাড়ি – ৪.৪

আরও পড়ুনঃ ব্রেন সার্জারির পর বউ হল বৌদি! বড় চমক আসন্ন আনন্দী সিরিয়ালে, প্রকাশ্যে প্রোমো

এই ছিল এসপ্তাহের সেরা দশ মেগার তালিকা ও তাদের প্রাপ্ত নম্বর। তবে শুধু তো ধারাবাহিক নয়, দর্শকদের পছন্দের তালিকা রয়েছে রিয়েলিটি শোগুলিও। জি বাংলার দিদি নাম্বার ওয়ান এর সানডে ধামাকা পেয়েছে ৫.৩ পয়েন্ট, আর ডান্স বাংলা ডান্স পেয়েছে ৪.৭ পয়েন্ট।