ছক্কা হাঁকালো পরিণীতা নাকি টেক্কা দিল পরশুরাম? লেটেস্ট TRP লিস্ট না দেখলেই মিস

টেলিভিশনের পর্দায় দর্শদের মনোরঞ্জনের জন্য একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়। তবে কোন মেগার জনপ্রিয়তা কতটা সেটা বোঝা যায় সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্টের তালিকা থেকে। আজ বৃহস্পতিবার

Admin

bengali serial trp list

টেলিভিশনের পর্দায় দর্শদের মনোরঞ্জনের জন্য একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়। তবে কোন মেগার জনপ্রিয়তা কতটা সেটা বোঝা যায় সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্টের তালিকা থেকে। আজ বৃহস্পতিবার ইতিমধ্যেই টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে। কে হল নতুন বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে নতুন টিআরপি তালিকা

বিগত কয়েক মাস ধরে এক টানা সেরার সিংহাসন দখল করে রেখেছে রায়ান ও পারুলের জুটি। হ্যাঁ ঠিকই ধরেছেন জি বাংলার পরিণীতা সিরিয়ালের কথাই বলছি। এসপ্তাহেও ফের একবার বেঙ্গল টপার হল পরিণীতা। বাকিরা কে কোথায়? চলুন দেখে নেওয়া যাক টিআরপি পয়েন্ট সহ সেরা দশ সিরিয়ালের তালিকা।

সেরা দশ বাংলা সিরিয়ালের তালিকা | Top 10 Bengali Serial TRP Points

  • পরিণীতা – ৭.২ (বেঙ্গল টপার)
  • জগদ্ধাত্রী – ৬.৮ দ্বিতীয়
  • ফুলকি – ৬.৬ তৃতীয়
  • রাঙ্গামতি তীরন্দাজ, পরশুরাম আজকের নায়ক – ৬.৩
  • কথা, কোন গোপনে মন ভেসেছে – ৫.৯
  • গৃহপ্রবেশ – ৫.৮
  • গীতা LLB, চিরদিনই তুমি যে আমার – ৫.৭
  • চিরসখা – ৫.৫
  • অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৫.২
  • মিত্তির বাড়ি – ৪.৭

এই ছিল সেরা দশ মেগা সিরিয়ালের প্রাপ্ত পয়েন্টের তালিকা। এছাড়া যারা রিয়েলিটি শো দেখতে ভালোবাসেন তাদের জন্য জানিয়ে রাখি, দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা পর্ব ৪.৬ পয়েন্ট ও ডান্স বাংলা ডান্স ৪.৭ পয়েন্ট পেয়েছে।