পুজোর আবহে কামাল পর্ণার! সেরা ১০এ নতুনদের জয়জয়কার, জ্যাস-দীপা কোথায়? রইল সম্পূর্ণ TRP তালিকা

Target Rating Point : আজ বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পেয়েছে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ হয়। তবে এই সপ্তাহে

Nandini

27th october bengali serial top ten trp list

Target Rating Point : আজ বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পেয়েছে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ হয়। তবে এই সপ্তাহে পুজোর কারণে তা পিছিয়ে শুক্রবার প্রকাশ হয়েছে। সিরিয়াল প্রেমী মানুষরা বেশ আগ্রহের সাথে এই তালিকার অপেক্ষা করেন। কারণ ধারাবাহিকের গতি বোঝা যায় এই তালিকা থেকেই। সাথে কোন ধারাবাহিক কতটা সময় চলবে সেটাও আন্দাজ করা যায়।

প্রত্যেকের নিজস্ব পছন্দের ধারাবাহিক আছে, আর সেগুলি কিরকম চলছে বা তার টিআরপি পয়েন্ট কত এগুলো দেখতে আগ্রহী থাকেন অনুরাগীরা। বর্তমানে স্টার জলসা (Star Jalsha) জি বাংলা (Zee Bangla) দুই চ্যানেল জুড়ে নতুন অনেকগুলি সিরিয়াল শুরু হয়েছে। আর নতুন ধারাবাহিকগুলো শুরুর পর থেকেই তালিকায় বেশ ভালো ফলাফল করছে। সম্প্রতি, নতুন না হলেও আরেকটি সিরিয়াল তালিকায় উপরের দিকে উঠে আসছে বিগত কয়েক সপ্তাহ যাবৎ।

19th october bengali serial trp list top ten bengali serial

তা হল জি বাংলার ‘ইচ্ছে পুতুল’। প্রথম থেকে এই সিরিয়ালের দর্শক বিশেষ না থাকলেও বর্তমানে এই সিরিয়াল দর্শকমহলে চর্চার তুঙ্গে। তার প্রকাশ টিআরপি তালিকা দেখলেই বোঝা যায়। বন্ধ হওয়ার মুখে এসে সেরা দশে তালিকায় জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। অভিনেতা ফাহিম ও শমীক অর্থাৎ জিষ্ণু সিরিয়ালে আসার পর থেকেই অন্যদিকে মোড় নিয়েছে গল্প। তো আসুন দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকায় সেরা দশ সিরিয়াল কোনগুলি।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৩)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৭.১)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.০)
চতুর্থ- ফুলকি (৬.৯)
পঞ্চম- কার কাছে কই মনের কথা / হরগৌরী পাইস হোটেল (৬.৭)
সন্ধ্যাতারা / রাঙা বউ (৬.০)
লাভ বিয়ে আজকাল (৫.৮)
জল থই থই ভালোবাসা (৫.৭)
তুঁতে (৫.৫)
ইচ্ছে পুতুল (৫.৪)

18th august bengali serial top ten trp

এই সপ্তাহে কার কাছে কই মনের কথা আর হরগৌরী পাইস হোটেল একসাথে পঞ্চম স্থান জয় করে নিয়েছে। জগদ্ধাত্রী নিজের জায়গা ফিরে পায়নি। এই সপ্তাহেও তৃতীয় স্থানে জায়গা হয়েছে তার। অন্যদিকে, ফুলকি দ্বিতীয় স্থান থেকে একেবারে চতুর্থ স্থানে গিয়ে পৌঁছেছে। এই সপ্তাহে আর তালিকায় সেরা দশে জায়গা করে নিতে পারেনি রানী। সন্ধ্যাতারা আবারও সেরা দশে নিজের জায়গা পোক্ত করেছে।

× close ad