Target Rating Point : প্রতি সপ্তাহে বৃহস্পতিবার টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পায়। বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রে টিআরপি তালিকা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যেকোনো ধারাবাহিকের ক্ষেত্রেই টিআরপি না থাকলে তা বন্ধের তোড়জোড় শুরু হয়ে যায়। বেশি সময় দেওয়া হয়না সেই সিরিয়ালকে। এইভাবে অনেক সিরিয়াল বন্ধ হয়েছে শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই।
বিগত কয়েক সপ্তাহ যাবৎ ‘অনুরাগের ছোঁয়া’কে টেক্কা দিয়ে একভাবে বেঙ্গল টপার তকমা ধরে রেখেছিল ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটি। তবে এই সপ্তাহে তালিকায় ছিল বেজায় চমক। আবারও ‘নিম ফুলের মধু’ তালিকায় শীর্ষে নিজের স্থান করে নিয়েছে। দত্ত বাড়ি ফের একবার দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
পাশাপাশি ‘কোন গোপনে মন ভেসেছে’ আরেকটু এগিয়ে গেছে তালিকায়। বোঝাই যাচ্ছে শ্যামলী অনিকেত দর্শকের মনে জায়গা করে নিচ্ছে। এই সপ্তাহে ‘কথা’ও কিছুটা উপরের দিকে উঠে এসেছে তালিকায়। আলোর কোলে সেরা দশে জায়গা করে নিয়েছে টিআরপি তালিকায়। শেষ সপ্তাহে সন্ধ্যাতারা সেরা দশে অষ্টম স্থানে জায়গা করে নিতে পেরেছে। আসুন দেখে নেওয়া যাক সেরা দশের সম্পূর্ণ তালিকা।
আরও পড়ুনঃ সূর্যকে পেতে এবার দুই বোন ইরা-মিশকার লড়াই! TRP-ফেরাতে দুর্দান্ত টুইস্ট ধারাবাহিকে
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :
প্রথম- নিম ফুলের মধু (৮.৭)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৬)
তৃতীয়- ফুলকি (৮.৩)
চতুর্থ- গীতা LLB/ কোন গোপনে মন ভেসেছে (৭.৮)
পঞ্চম- কথা (৭.২)
কার কাছে কই মনের কথা (৬.৮)
অনুরাগের ছোঁয়া (৬.৫)
সন্ধ্যাতারা (৬.৪)
আলোর কোলে (৫.৯)
তোমাদের রাণী (৫.৭)
এই সপ্তাহে তালিকায় ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে গত সপ্তাহের তুলনায় নম্বরের অনেকটাই হেরফের আছে প্রায় সব ধারাবাহিকের মধ্যেই। সিরিয়াল ছাড়াও নন-ফিকশন শো গুলি কে কত পেল আসুন দেখে নেওয়া যাক। এই সপ্তাহে নন-ফিকশন শো এর মধ্যে সর্বোচ্চ নম্বর ৭.৫ দিদি নং ১ সানডে ধামাকা পেয়েছে। দাদাগিরি ৫.৮ পেয়েছে। আর ঘরে ঘরে জি বাংলা ১.৫ পেয়েছে।