বাংলা সিরিয়ালের ৪ জনপ্রিয় লেখক, দর্শকের মতে যাদের ছাড়া অসম্পূর্ন ধারাবাহিক!

সিরিয়াল প্রেমী মানুষ সকলেই। শুধুমাত্র যে মহিলারা সিরিয়াল দেখেন তা কিন্তু নয়, মহিলা থেকে পুরুষ, বাচ্চা থেকে বুড়ো সকলেই সিরিয়াল ভালোবাসেন। পুরুষরা যতই সিরিয়াল নিয়ে

Saranna

audience love to see this 4 bengali serial writer's story

সিরিয়াল প্রেমী মানুষ সকলেই। শুধুমাত্র যে মহিলারা সিরিয়াল দেখেন তা কিন্তু নয়, মহিলা থেকে পুরুষ, বাচ্চা থেকে বুড়ো সকলেই সিরিয়াল ভালোবাসেন। পুরুষরা যতই সিরিয়াল নিয়ে নাক সিটকোন না কেন, সবাই না হলেও কিছু মানুষ ভীষণ রকম বাংলা সিরিয়াল (Bengali Serial) ভক্ত। যারা এই সমস্ত মানুষকে সিরিয়াল মুখী করেছেন তাদের কৃতিত্ব অনেক বেশি। আজ দেখে নেওয়া যাক, সেইসব বাংলা সিরিয়াল লেখকদের (Bengali Serial Writers) যাদের তৈরি সিরিয়াল মানুষ দেখছে। 

লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) : প্রথমেই আসে যে মানুষটার নাম তিনি হলেন লীনা গঙ্গোপাধ্যায়। সকলের কাছে পরিচিত লীনা পিসি নামে। এই মানুষটির ধারাবাহিক নিয়ে যেমন হয় বিতর্ক, তেমনই হয় প্রশংসা। তাঁর লেখনীতে দেখা গেছে, কেয়া পাতার নৌকো, ইষ্টিকুটুম, জল নূপুর, ইচ্ছে নদী, নকশীকাঁথা, ফাগুন বউ, শ্রীময়ী ইত্যাদি উল্লেখযোগ্য ধারাবাহিক। বর্তমানে তাঁর লেখা দুটি সিরিয়াল গুড্ডি এবং একাদোক্কা দেখা যাচ্ছে স্টার জলসার পর্দায়। 

আরও পড়ুনঃ পর্দার মতই মন ভেঙেছে বাস্তবেও, প্রেমিকাকে বিয়ের পিঁড়িতে দেখে যন্ত্রনা ভরা পোস্ট দিব্যজ্যোতির!

অর্ক গঙ্গোপাধ্যায় (Arka Ganguly) : মায়ের পাশাপাশি ছেলেও ভীষণ ট্যালেন্টেড। লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের লেখনীতে উঠে এসেছে সুন্দর ধারাবাহিক। বর্তমানে তাঁর দুই ধারাবাহিক জি বাংলার পর্দায় রমরমিয়ে চলছে। ইচ্ছে পুতুল এবং ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের গল্প লিখেছেন অর্ক। বর্তমানে ‘কার কাছে কই মনের কথা’ নিয়ে ব্যাপক ট্রোল হচ্ছে নেটপাড়ায়। 

স্নেহাশীষ চক্রবর্তী (Snehasish Chakraborty) : বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন শক্তিশালী লেখক স্নেহাশীষ চক্রবর্তী। এই কাহিনীকারের গল্প গুলো অনেকটাই আলাদা। সবকটাই যেন নারীকেন্দ্রিক। তাঁর প্রোডাকশন হাউজের নাম ব্লুজ। তাঁর লেখনী দিয়েই ফুটে উঠেছে, ভালোবাসা ডট কম, টাপুর টুপুর, আঁচল, রাখী বন্ধন, যমুনা ঢাকি, খুকুমণি হোম ডেলিভারি সহ আরও অনেক সিরিয়াল। বর্তমানে টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে জি বাংলায় জগদ্ধাত্রী, সিরিয়ালটি। 

সুশান্ত দাস (Sushant Das) : ছোটো পর্দার জনপ্রিয় একজন গল্পকার সুশান্ত দাস। যার হাত দিয়ে উঠে এসেছে, কৃষ্ণকলি, জয়ী, তিতলি, আলতা ফড়িং, ‘বাংলা মিডিয়াম’ এর মত জনপ্রিয় সব গল্প।

Related Post