পুজো শেষে বাজিমাত গৌরী এলো, জগদ্ধাত্রী’র, পাত্তাও পেল না মিঠাই, খড়ি! রইল লেটেস্ট TRP তালিকা

বাঙালি দর্শকদের কাছে সন্ধ্যে মানেই সিরিয়ালের (Bengali Serial) সময়। সব কাজ মিটিয়ে পছন্দের সিরিয়াল দেখতে বসে পড়েন অনেকেই। প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা দিনে সিরিয়ালের জনপ্রিয়তার

Nandini

7th oct bengali seral trp list grouri elo 1st jagadhatri topper where is gatchhora mithai see complete list

বাঙালি দর্শকদের কাছে সন্ধ্যে মানেই সিরিয়ালের (Bengali Serial) সময়। সব কাজ মিটিয়ে পছন্দের সিরিয়াল দেখতে বসে পড়েন অনেকেই। প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা দিনে সিরিয়ালের জনপ্রিয়তার নিরিখে টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হয়। আর আজ সেই তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে রীতিমত চমকে দেওয়ার মত সব ফলাফল দেখা যাচ্ছে। একসময় মিঠাই ছিল সর্বসেরা, এরপর গাঁটছড়া, ধূলোকনা এর মত সিরিয়াল সেরা হয়েছে। কিন্তু এবার একেবারেই উল্টে পাল্টে গিয়েছে সবকিছু।

মিঠাই (Mithai), গাঁটছড়ার (Gatchhora) খড়িকে টেক্কা দিয়ে এবারে বাংলার সেরা সিরিয়াল হয়ে গিয়েছে গৌরী এলো (Gouri Elo)। এসপ্তাহে ৮.২ পয়েন্ট পেয়ে, প্রথম হয়েছে সিরিয়ালটি। এরপর ৭.৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জগদ্ধাত্রী (Jagadhatri) ও ৭.২ পয়েন্টে তৃতীয় হয়েছে গাঁটছড়া। তবে গতবারের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে মিঠাইয়ের। শেষবার টিআরপি তালিকায় ষষ্ঠ স্থান থাকলেও এবার ৬.৭ পয়েন্টে পঞ্চম হয়েছে মিঠাই। চলুন এবার গোটা টিআরপি তালিকা দেখে নেওয়া যাক :

bengali serial trp on 8th september

প্রথম – গৌরী এলো (৮.২)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৩)
তৃতীয়- গাঁটছড়া (৭.২)

ধূলোকনা – (৭.১)
মিঠাই (৬.৭)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার, আলতা ফড়িং -(৬.৪)
সাহেবের চিঠি – (৬.২)
অনুরাগের ছোঁয়া, মাধবীলতা – (৬.১)
খেলনা বাড়ি – (৬.০)
নবান নন্দিনী – (৫.৪)

অর্থাৎ নতুন শুরু হওয়া জগদ্ধাত্রী সিরিয়াল কিন্তু বেশ পছন্দ হয়েছে দর্শকদের। তাই তো সোজা দ্বিতীয় স্থানে উঠে গিয়েছে সিরিয়ালটি। এছাড়া আরও একটি সিরিয়াল শুরু হয়েছে ষ্টার জলাসার পর্দায়। ‘হর গৌরী পাইস হোটেল’ সিরিয়ালটি শুরুতে বেশ ভালো ফল করেছে, এসপ্তাহের তালিকায় ৮.৯ পয়েন্ট পেয়েছে সিরিয়ালটি।

× close ad