লক্ষী কাকিমার সংসারে জোড়া সুখবর! নতুন প্রোমো প্রকাশ পেতেই হাসির রোল নেটপাড়ায়, রইল প্রোমো

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক রূপে ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ (Lakkhi Kakima Superstar) এর নাম থাকলেও, টিআরপি তালিকায় নাম নেই। প্রথমদিকে টিআরপি তে জায়গা করে

Saranna

lakkhi kakima superstar new promo troll on social media

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক রূপে ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ (Lakkhi Kakima Superstar) এর নাম থাকলেও, টিআরপি তালিকায় নাম নেই। প্রথমদিকে টিআরপি তে জায়গা করে নিয়েছিল, কিন্তু এখন আর দেখা যায়না। আর এজন্য বিষণ্ণ সকলেই। আর তাই টিআরপি তালিকায় নিজেদের জায়গা ফেরাতে , ধারাবাহিক নির্মাতা গল্পের গোরুকে গাছে তুললেন। যা দেখে সবাই অবাক, এও সম্ভব।

আসলে বেশ কিছুদিন ধরেই টিআরপি নিয়ে বেশ শোরগোল চলছিল, আর এই কারণে ধারাবাহিক গুলোও টেক্কা দিচ্ছে কাহিনীর টুইস্টে। টিআরপি তালিকায় নাম রাখতে এখন ধারাবাহিক গুলোতে গল্পের গোরু গাছে উঠছে। আর তাই এই লক্ষী কাকিমাতে আসছে চমক। যা দেখে একদিকে উঠছে ট্রোল, অন্যদিকে হেসে খুন দর্শকরা।

lakkhi kakima superstar

লক্ষী কাকিমার গা বমি বমি ভাব হওয়াতে বাড়ির লোক ডাক্তার ডাকে। এরপর ডক্টর জানান, ভয়ের কিছু নেই, কিন্তু আমার মনে হচ্ছে, কোনো সুখবর আসতে চলেছে। এই খবরে সবাই অবাক। লক্ষী কাকিমার মাথায় হাত। ৪০ বছর পার করে এখন তার ভরা সংসার। দুই ছেলে, দুই বৌমা, দেওর, জা, শাশুড়ি, ভাইপো-ভাইঝি স্বামী সব নিয়ে ভরপুর সে। আর এই বয়সে সে নাকি মা হতে চলেছে।

lakkhi kakima superstar troll on social media

তবে টলিউড সূত্র থেকে জানা যাচ্ছে, লক্ষী কাকিমার বৌমা সোনার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে, তার পরিবর্তে লক্ষী কাকিমার গর্ভে আসবে সন্তান। নিজেদেরকে টিআরপি তে রাখতে এমন টুইস্ট এনেছেন ধারাবাহিক নির্মাতা। অনেকেই তুলনা করছেন, ‘কে আপন কে পর’ এর জবার সাথে, সেও মা হয়েছিলেন বেশি বয়সে। অন্যদিকে আবার আয়ুষ্মান খুরানার ‘বাধাই হো’ তেও এরকমই এক দৃশ্য দেখা গিয়েছিলো।

এই খবরে অবাক হওয়ার পাশাপাশি, সবাই বেশ খুশিই হচ্ছেন। সত্যিই যদি লক্ষী এ সন্তানের জন্ম দেয়, বেশ মজার হবে। বাধাই হো এর কাহিনীও ঠিক এরকম, ছবিটি বেশ হিট হয়েছিল। এবার দেখা যাক, এমন টুইস্টে এই ধারাবাহিক টিআরপি তালিকায় কতটা সফল হতে পারে।

প্রসঙ্গত, ধারাবাহিকের এমন একটি প্রোমো সামনে আসার পরে পরেই বিভিন্ন পক্ষ বিপক্ষ মন্তব্যে প্রোমোর কমেন্ট বক্স ছেয়ে গেছে। তাতে বেশ কিছু মানুষ বলেছেন এমনটা তো আগে স্বাভাবিক ভাবেই দেখা যেত। আবার বর্তমান সময়ের মানুষরা অনেকে ব্যঙ্গ করে বলেছেন ‘জী কাকু মিষ্টি খাওয়ান’, কেউ বা বলেছেন ‘বিনুনীকে দূরে রাখতেই লক্ষী কাকিমা এমন চাল চেলেছেন’। সব মিলিয়ে দর্শক বেশ উত্তেজিত শেষমেষ কি হয়?

× close ad