জী বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে বর্তমানে একটি হল ‘মিঠাই’ (Mithai)। মিঠাই ধারাবাহিকটি একটি একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে তার যাত্রা শুরু করেছিল। এই গল্পের প্রতিটি চরিত্র বেশ গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শুধু মূল নায়ক নায়িকা নয় বাকি পার্শ্ব চরিত্রদেরকেও দর্শক বেশ পছন্দ করেন। সকলেই সমান গুরুত্ত্বপূর্ণ ও জনপ্রিয় দর্শকের কাছে।
বর্তমানে এই গল্পে এসেছে আমূল পরিবর্তন। এক ধাক্কায় গল্প একেবারে অনেকটা এগিয়ে দেওয়া হয়েছে। গল্পে মিঠাই ও সিদ্ধার্থর ছেলেকে দেখানো হয়েছে। মিঠাই সিদ্ধার্থর ছেলে মেয়ে দেখতে চাই এমনটা দর্শক অনেক আগে থেকেই আশা করছিলেন। অবশেষে ধারাবাহিকের একটা বছর পার করে সিডাইয়ের ছেলে শাক্যকে দেখানো হয়েছে। তবে এর সাথে সাথে গল্পে বেশ চমকপ্রদ এক প্রোমোও সামনে আনা হয়েছে।
তবে পর্দায় শেষ সিডাই মুহূর্ত দেখে আবেগ ধরে রাখতে পারলেননা দর্শক। চোখের জলে ভাসলেন অনুরাগীরা। মিঠাই ও সিদ্ধার্থর শেষ ফোনালাপ টুকু দর্শকের মনে গেঁথে রয়ে গেছে। আর তার সাথে অভিনেতা আদৃত ও অভিনেত্রী সৌমিতৃষার অভিনয় আরও মুগ্ধ করেছে দর্শককে। তাদের নিখুঁত অভিনয়ই চোখে জল এনে দিয়েছে অনুরাগীদের।
মিঠাই চরিত্রটির মৃত্যু দেখানো হলেও গল্পে যে নতুন মোড় আনা হচ্ছে তাতে হুবহু মিঠাইয়ের মতোই দেখতে মিঠি নামক এক চরিত্রের আগমন ঘটানো হচ্ছে। মিঠাই আর মিঠির মুখের মিল দেখে তাই একাংশ অনুরাগীর ধারণা হয়তো মিঠাই অপরাধীদের ধরতে ছদ্মবেশে ফিরছে। এর পাশাপাশি আরও একটি খবর সামনে এসেছে তা হল, অভিনেতা শ্যাম ভট্টাচার্য (Samm Batyacharyya) মিঠাই ধারাবাহিকে আসছেন। এমন একটি খবর চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়।
আরও পড়ুনঃ শেষ মিঠাই পর্ব! ধারাবাহিকে শেষ ‘সিডাই’ মোমেন্ট দেখে চোখে জল অনুরাগীদের
ধারাবাহিকে মিঠাইয়ের মৃত্যুর পিছনে আদিত্যর একটা হাত আছে। তার কারণেই মিঠাইয়ের এমন পরিণতি। তবে এই অপরাধী কিভাবে সামনে আসবে তা সময়ের সাথেই বোঝা যাবে। হয়ত মিঠাই জানতে পেরে যাবে কে তাকে মেরে ফেলার প্ল্যান সাজিয়েছিল? আর তাই ছদ্মবেশ ধরে তাকে ধরতেই মিঠাই নেবে মিঠির রূপ। আর হয়ত অভিনেতা শ্যাম মিঠাইকে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচিয়ে সুস্থ করে তুলবেন।
মিঠি চরিত্রটি ধারাবাহিকে আসছে মিঠাইয়ের ছেলের শিক্ষিকা হিসাবে। হয়ত মা তার ছেলের কাছে তার পরিবারের কাছে ফিরে আসার রাস্তা করে নিয়েছে। সব মিলিয়ে অনুরাগীদের মনে এখন হাজারও প্রশ্নের ভিড়। আর সেই উত্তর পাওয়া যাবে সময়মতো টিভির পর্দায় মিঠাই দেখলে। যা, ১৪ নভেম্বর থেকে সময় পাল্টে সন্ধ্যে ৬.০০ টায় সম্প্রচার হবে।