Aindrila Sharma Passed Away : এমাসের শুরু থেকেই চলছিল লড়াই। কিন্তু এ লড়াই আর জেতা হল না, না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। বিগত ১৯ দিনের লড়াই শেষে আজ ২০ই নভেম্বর হাওড়ার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী। যেমনটা জানা যাচ্ছে আজ দুপুর ১২টা ৫৯ এ প্রয়াত হয়েছেন অভিনেত্রী।
মিরাকলের আশায় থাকলেও ‘অলৌকিক’ কিছু ঘটল না। থেমে গেল মৃত্যুর সাথে চলতে থাকা যুদ্ধ। বাঁচার লড়াইয়ের এক অদম্য উদাহরণ গড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। এক বার নয়, দু’বার ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। কিন্তু দুবারই লড়াই করে ফিরেছিলেন। তবে এবার আর ফেরা হল না।
গত ১লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। তারপরেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর মস্তিষ্কের অপারেশন করা হয়েছিল। সেই থেকেই হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল অভিনেত্রীকে। অভিনেত্রীর স্বাস্থ্য সংক্রান্ত আপডেট ফেসবুকে শেয়ার করছিলেন বন্ধু সব্যসাচী চৌধুরী। মাঝে ভুয়ো খবর রটে যাওয়ায় প্রতিবাদও জানিয়েছিলেন তিনি।
এরপর গতকাল অর্থাৎ শনিবার জানা যায় মাইল্ড হৃদ রোগে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু তাকে রিভাইভ করা গেছে ও স্থিতিশীল আছেন তিনি। এরপর সকালে জানা যায় রাতে একেরপর এক ১০ বার মত কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল অভিনেত্রীর। পরিস্থিতি সঙ্কটজনক বলে জানা যায়।
এরপর বেলা বাড়তে খবর আসে আর জ্ঞান ফিরবে না অভিনেত্রীর। চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন ঐন্দ্রিলা। অভিনেত্রীর প্রয়াণের খবরে শোকাহত অনুরাগীরা। সকলেই তাঁর আত্মার চিরশান্তির কামনা করছেন। তবে একথা ঠিক, ২৪ বছর বয়সে প্রয়াত হলেও তিনি দর্শক হৃদয়ে থাকবেন চিরকাল।