টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ২০০৮ সালের দূর্গা ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল অভিনয় যাত্রা। তারপর তার দেখা মিলেছিল অপরাজিত ধারাবাহিকে। এছাড়াও অভিনয় করেছেন, তোমায় আমায় মিলে, ব্যোমকেশ ধারাবাহিকে। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে করুনাময়ী রানী রাসমণি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে। এই ধারাবাহিকে ছোটো রানীমার ভূমিকায় অভিনয় করেছেন।
তবে শুধু ধারাবাহিকে নয়। বড় পর্দাতেও অভিষেক ঘটেছে। ২০১৫ সালে সৃজিত মুখার্জী পরিচালিত সিনেমা ‘রাজকাহিনী’ দিয়ে বড় পর্দায় ডেবিউ করেন। এরপর একে একে দেব: আই লাভ ইউ, অভিযাত্রিক, বব বিশ্বাস, অচেনা উত্তম, কলকাতা চলন্তিকা, আয় খুকু আয় ছবিতে অভিনয় করেন। আয় খুকু আয় ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় হন । ওয়েব সিরিজেও তার ডেবিউ হয়েছে, ‘বোধন’ সিরিজে দেখা মিলেছে।
এই অভিনেত্রী সম্প্রতি এসেছেন শিরোনামে। তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড হয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী সোফায় বসে ফোনে ভিডিও দেখছেন, দেখতে দেখতে মাথায় হাত দিয়ে তিনি বলে ওঠেন, বাবার আবার বিয়ে। এরপর তিনি অন্য ঘরে যান। সেখানে গিয়ে বাবাকে দেখেন নতুন বউয়ের সাথে নাচতে। বাধা দিতে চাইলেও কিছু হয়না। শেষমেশ নিজেই নাচতে শুরু করলেন।
এই বাবা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমরা দেখেছি প্রসেনজিৎ আর দিতিপ্রিয়া অভিনীত ‘আয় খুকু আয়’ সিনেমাতে প্রসেনজিৎ এর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া। তাই তাঁকেই তিনি বাবা বলে সম্বোধন করছেন। এবার ভাবছেন বাবার বিয়ের ব্যাপার টা কি? আসলে ‘প্রসেনজিৎ ওয়েড ঋতুপর্ণা’ (Prosenjit weds Rituparna) ছবিটির কাহিনী এমনটাই। এই ছবি অনুযায়ী ঋতুপর্ণা (ইপ্সিতা মুখোপাধ্যায়) বাবার সামনে জোর গলায় বলে আমি প্রসেনজিৎ কে বিয়ে করব।
View this post on Instagram
কারণ এই সিনেমার নায়িকা ঋতুপর্ণা রিল লাইফের প্রসেনজিৎ এর অন্ধ ভক্ত। কিন্তু ঘটনা চক্রে বিয়ে হয় অন্য প্রসেনজিৎ-এর (ঋষভ বসু) সঙ্গে। এইভাবেই এগিয়ে চলবে কাহিনী। তবে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। প্রসঙ্গত, অভিনেত্রী এখন তার নতুন সিনেমার জন্য জোরকদমে শুটিং করছেন লন্ডনে।