পূজো মানেই বাঙালির আবেগ, সেই আবেগের সাথে থাকে প্রেমের মরসুম। পূজোর চারটে দিন একসাথে ঘুরে বেড়ানো সব কাপলদেরই শখ থাকে। এ শখ যেন চিরন্তন। প্রত্যেক বছর এই সময়ের জন্য অপেক্ষা করে থাকে সবাই। ক্লাসিক রোমান্টিক মুহুর্ত। কিন্তু যারা এই মুহুর্ত উপভোগ করতে পারেনা, খুবই কষ্ট তাদের। আবার যাদের পূজোর প্রেম উপভোগ করার আগেই বিচ্ছেদ ঘটে, তাদের মন তো আরও বিষণ্ণ হয়ে যায়।
আর ঠিক এরকমটাই ঘটেছে সকলের প্রিয় দ্যুতি তথা অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের (Shreema Bhattacherjee) জীবনে। গত ফেব্রুয়ারি মাসে শ্রীমার জন্মদিনের দিন দেখা গিয়েছিল কেকেআর খ্যাত ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গে। জন্মদিনের দিন দুজনের বেশ কিছু আদুরে ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

এই ছবি দেখে গুঞ্জন উঠেছিল, একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে শ্রীমা ভট্টাচার্য জানিয়েছিলেন, দুজনে একে অপরের বেশ ভালো বন্ধু। একে অপরের সাথে সময় কাটাতে বেশ ভালোই বাসেন। এই ভালোলাগা বন্ধুত্ব, পরবর্তীতে প্রেমে পরিণত হতে পারে। কিন্তু বর্তমানে দৃশ্য অন্যরকম। সব ভালোলাগা, বন্ধুত্ব একসাথে সময় কাটানোর মুহুর্ত এক নিমেষে উধাও।
শ্রীমা নিজের সোশ্যাল অ্যাকাউন্টে দুজনের সময় কাটানোর সমস্ত মুহুর্ত পোস্ট করেছিলেন। কিন্তু বর্তমানে সেইসব ছবি আর দেখা যাচ্ছেনা, সব উধাও। এমনকি একে অপরকে আনফলোও করে দিয়েছেন। তাহলে আবারও কি অতীতের ঘটনার সম্মুখীন হয়েছেন শ্রীমা? আবারও কি বিচ্ছেদ করলেন তিনি? এখনও পর্যন্ত জানা যায়নি আনফলোর কারণ।

এর আগে অভিনেতা গৌরব রায়চৌধুরী (পিলুর নায়ক) এর সাথে সম্পর্কে আবদ্ধ ছিলেন শ্রীমা ভট্টাচার্য। এরকমই সময়ে অর্থাৎ ২০২১ এর দূর্গাপূজার কিছু দিন আগে খবর আসে দুজনের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। তারপরেই দেখা যায় এই ক্রিকেটারের সাথে এক ফ্রেমে বন্দি অভিনেত্রী। গৌরবের সাথে অভিনেত্রীর বিচ্ছেদের কারণ জানা যায়নি।
তবে এবারে অভিনেত্রী তার আর ক্রিকেটার কণিষ্ক শেঠের সম্পর্ক ভাঙার খবরে সরব হলেন। অভিনেত্রী এই খবরে বেশ ক্রোধ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তিনি আর কনিষ্ক যে সম্পর্কে ছিলেন সেই কথাটাতো তিনি কখনও বলেননি। আর তার ইন্সটা ওয়ালে যে ছবি আছে তাতেও কথা লেখা নেই যে তারা সম্পর্কে ছিলেন। দুটো মানুষের মধ্যে বন্ধুত্ব থাকতে পারেনা? এছাড়াও তিনি জানিয়েছেন যে, অযথা ভুয়ো খবর না ছড়িয়ে কিছু জানার থাকলে সরাসরি যেন তাকে প্রশ্ন করা হয়।








