মানুষের জীবন বড়ই অনিশ্চিত। কে কখন কিভাবে সবাইকে পর করে দিয়ে পরলোকে পাড়ি দেবে তা জানা অসম্ভব। সাধারণ মানুষ হোক কিংবা কোনো শিল্পী দিনের শেষে যে সবাই রক্তমাংসের মানুষ। জীবনের সময়সীমার ঘড়িটা সকলের জন্য সময় অনুযায়ীই চলে। তবে সাধারণ মানুষ আর একজন শিল্পীর মাঝে একটু সূক্ষ ফারাক থেকে যায়। মৃত্যুর পর মানুষের অস্তিত্ব মুছে গেলেও গড়ে ওঠা শিল্প কখনও মুছে যায়না। সেই শিল্পই বারংবার শিল্পীকে জীবন্ত করে তোলে।
বিগত ২০ শে নভেম্বর বাংলা টেলিভিশন জগত থেকে আরেক শিল্পী হারিয়ে গেছেন চিরতরে। মাত্র ২৪ বছর বয়সে প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। শারীরিক পরিস্থিতির সাথে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আর শেষ রক্ষা হয়নি। তার অভিনয় জীবন ছিল খুব স্বল্প সময়ের। আরও অনেক কাজ বাকি ছিল তার। তবে অভিনেত্রীকে ভোলেননি অনুরাগীরা।
সম্প্রতি, জানা গেছে অভিনেত্রীকে মনে রাখার জন্য তার কাজকে আরও একবার পর্দায় প্রকাশ করা হবে। অর্থাৎ সান বাংলা চ্যানেল অভিনেত্রী অভিনীত ধারাবাহিক ‘জিয়নকাঠি’ আবার একবার সম্প্রচার হতে চলেছে। আগামী ৫ ই ডিসেম্বর থেকে বিকেল ৫.৩০ মিনিটে জিয়নকাঠি পুনঃসম্প্রচার হতে চলেছে। অভিনেত্রীকে আরেকবার তার অভিনয়ের মাধ্যমে স্মরণ করতে শ্রদ্ধা জানাতে চান অনুরাগীরা। তাই তো চ্যানেলের তরফে এই ধারাবাহিকটি আবার চালানোর ঘোষণা হয়েছে।
View this post on Instagram
অভিনয়ের পাশাপাশি নাচেও অনবদ্য ছিলেন ঐন্দ্রিলা। দাদাগিরির মঞ্চে তার নাচ মন জয় করে নিয়েছিল সকলের। জিয়ানকাঠির মধ্যে দিয়ে দর্শক আবার একবার দেখতে পাবেন অভিনেত্রীকে। প্রসঙ্গত, অভিনেত্রী ঐন্দ্রিলার মৃত্যুটা বেশ মর্মান্তিক। একজন যোদ্ধা ছিলেন তিনি। নিজের দেহে বেড়ে চলা মারণ রোগের বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ের উদাহরণ হয়ে থাকবেন তিনি একটা গোটা প্রজন্মের কাছে। তবে সব লড়াইয়েই তো শেষ থাকে আজ তাই তার লড়াইটাও শেষ হয়ে গেছে। তবে সেটা বড্ড সময়ের আগে।