ডেঙ্গু আক্রান্ত তিয়াসা লেপচা! দুর্বল শরীর নিয়েই ফিরলেন শ্যুটিং এ

করোনা মহামারীর পর বর্তমানে এসেছে আরও এক মহামারী, সেটা হল ডেঙ্গু। শহর থেকে গ্রাম সব জায়গাতেই এই মহামারী চরম আকার ধারণ করছে। এই মহামারীও কিন্তু

Saranna

actress tiyasha roy caught dengu

করোনা মহামারীর পর বর্তমানে এসেছে আরও এক মহামারী, সেটা হল ডেঙ্গু। শহর থেকে গ্রাম সব জায়গাতেই এই মহামারী চরম আকার ধারণ করছে। এই মহামারীও কিন্তু শুধু গরীবের নয়, আসলে কোনো মহামারীই গরীবের নয়। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে এই মহামারী সকলের। এই মহামারী কাউকেই ছাড়েনি। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সবার জীবনেই ভয়ানক আকার ধারণ করছে।

এবার এই ডেঙ্গুর মুখে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায় (Tiyasha Roy)। এখন সুস্থ হয়ে দুর্বল অবস্থায় শ্যুটিং এ ফিরেছেন। যিনি জনপ্রিয় হয়েছিলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের কৃষ্ণকলি চরিত্রে অভিনয় করে। সম্প্রতি জানা গেছে এই অভিনেত্রীর একটি নতুন ধারাবাহিক আসছে। আবারও তিনি জুটি বাঁধছেন নীল ভট্টাচার্যর সঙ্গেই। ‘কৃষ্ণকলি’-এর সেই জুটিই আবার ফিরেছেন দর্শকদের মাঝে। এবার আর জি বাংলায় নয়, তাঁর দেখা মিলবে স্টার জলসায়।

actress tiyasha roy coming on zee bangla as lakkhi

গ্রামের মেয়ে হয়ে, শহরের ইংরেজি স্কুলে বিজ্ঞান পড়াবে। ইংরেজি মিডিয়াম আর বাংলা মিডিয়াম এই দুই এর টানাপোড়েনের গল্প বলবে এই ধারাবাহিক। ধারাবাহিকের নাম ‘বাংলা মিডিয়াম’। ধারাবাহিকে নীলের চরিত্রের লুক দেখে বেশ ট্রোল হয়েছে নীল। কারণ কখনও এমন লুকে তাঁর দেখা মেলেনি। আগামী ১২ ডিসেম্বর থেকে ‘ধুলোকণা’র স্লটে দেখতে পাওয়া যাবে নতুন ধারাবাহিকটি।

ধারাবাহিকে তিয়াসাকে দেখা যাবে গ্রামের মেয়ের লুকে। পরনে রয়েছে আটপৌরে শাড়ি, চুলে রয়েছে বেনী। নীলের চরিত্র একটু রক। লাল চুল এবং চুলে রয়েছে স্পাইক। সাথে রয়েছে একজন আধুনিকা মহিলা। এই আধুনিকার চরিত্রে অভিনয় করছেন সম্পূর্ণা লাহিড়ী। সম্ভবত সম্পূর্ণাকে খল নায়িকার চরিত্রেই দেখা মিলবে।

actress tiyasha roy

বর্তমানে ধারাবাহিকের শ্যুটিং চলছে। কিন্তু এরই মধ্যে নায়িকার অসুস্থতা। প্রায় ১৩ দিন শ্যুটিং থেকে ছুটি নিয়েছিলেন তিনি। তিনি চাননি, তাঁর জন্য শ্যুটিং পিছিয়ে থাকুক। তাই তিনি তড়িঘড়ি করে শ্যুটিং এ ফেরেন। আসলে আগে সিরিয়াল শুরুর তারিখ এবং টাইম স্লট নির্ধারিত হয়নি, তাই ছুটি পেয়েছিলেন। কিন্তু এখন সবই নির্ধারিত, তাই দুর্বল শরীর নিয়ে ফিরলেন।

× close ad