সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়বে ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান। সম্প্রতি খবর মিলেছে দুর্ঘটনাগ্রস্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কাঁচা বাদাম গায়ক ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বর্তমানে তিনি সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাড়ি দুর্ঘটনায় আহত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন বাদামকাকু।
জানা যাচ্ছে সম্প্রতি একটা চারচাকা গাড়ি কিনেছেন বাদামকাকু। নতুন নয় পুরোনো গাড়ি কিনেছেন তিনি। সেই গাড়ি চালানোর জন্য শিখছিলেন। আর সেই সময়েই ঘটেছে এই দুর্ঘটনা। গাড়ি শিখতে গিয়েই দেওয়ালে সজোরে ধাক্কা মারেন ভুবনবাবু। দেওয়ালে ধাক্কা খেয়ে বুকে ও মাথায় আঘাত পেয়েছেন তিনি।
এরপর তাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকের এক্সরে করানো হয়েছে ইতিমধ্যেই। আপাতত ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। পরবর্তীকালে তাঁর খবর জানতে হলে চোখ রাখুন আমাদের পেজে।
প্রসঙ্গত, একটা গানের জেরেই রীতিমত সাধারণ বাদাম বিক্রেতা থেকে আজ সেলেব্রিটি হয়ে গিয়েছেন ভুবন বাদ্যকর। তাকে আজ সেলেব্রিটি হিসাবে বাচ্চা থেকে বড় সকলে চেনে। একাধিক ভাষায় কাঁচা বাদাম গান রেকর্ডিং করে ফেলেছেন তিনি। এমনকি কলকাতার এক পাঁচ তারা হোটেলেও গান গাইতে দেখা গিয়েছে তাকে।
এক সাক্ষাৎকারে ভুবনবাবু জানিয়েছেন তিনি আর বাদাম বিক্রি করবেন না। বরং মানুষ যখন তাঁর গানকে ভালোবেসেছে তখন তিনি গান নিয়েই থাকবেন। পছন্দের শিল্পীর আচমকা দুর্ঘটনার খবর পেয়ে চিন্তায় পরে গিয়েছে ভক্তরা। সকলেই প্রার্থনা করছেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন ও আবারো পর্দায় ফায়ার আসেন।