Lottery : মজার ছলে লটারি কেটেছিল বর, তাতেই ফিরল ভাগ্য, জিতলেন কোটি টাকার পুরস্কার

কথায় আছে ভগবান যখন দেন তখন ভরিয়ে দেন’, লটারির (Lottery) ক্ষেত্রে কিন্তু এই কথা বেশ খাটে। কারণ এমন অনেকেই আছে যারা দিনের পর দিন লটারি

Desk

husband gifts wife lottery ticket on valentines day wins top price worth 10 million

কথায় আছে ভগবান যখন দেন তখন ভরিয়ে দেন’, লটারির (Lottery) ক্ষেত্রে কিন্তু এই কথা বেশ খাটে। কারণ এমন অনেকেই আছে যারা দিনের পর দিন লটারি কাটেন লটারিতে মোটা টাকা জেতার জন্য। কারোর ভাগ্যে ছোটোখাটো পুরস্কার জোটে তো কেউ আবার একেবারেই বিশাল অংকের টাকা জিতে যান। এমন অনেক উদাহরণ রয়েছে চারিদিকে যেখানে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন কত মানুষ।

সম্প্রতি এমনই এক লটারি জেতার খবর মিলেছে। তবে এই খবরের পিছনে রয়েছে এক বেশ মজার কাহিনী। যেটা জানলে আপনিও বলে উঠবেন একেই বলে ভাগ্য! দুই ভালোবাসার মানুষের মধ্যে উপহার বিনিময় খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিছুদিন আগেই গিয়েছে ভালোবাসার সপ্তাহ, আর ভ্যালেন্টাইন্স ডে এর দিনে প্রিয়জনকে উপহার দেন অনেকেই। তবে প্রেমিকাকে উপহার হিসাবে লটারির টিকিট দিয়েছে এমন কাহিনী কেউ শোনেননি নিশ্চই!

১০ মিলিয়ন ডলারের লটারি ( 10 Million Dollar Lottery)

তবে কারোর  ঘটনাতেই এবার ভাগ্য ফিরেছে এক রমণীর। বিগত ১৪ই ফেব্রুয়ারি মারিয়া নামের ওই মহিলার স্বামী তাকে গোলাপ বা চকলেট না বরং উপহার হিসাবে একটি লটারি টিকিট দিয়েছিলেন। যেটা জিতে তিনি বর্তমানে প্রায় ১০ কোটি টাকার মালিক। যদিও এমনটা যে হতে পারে সেটা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি নিজেও।

যেমনটা জানা যাচ্ছে, ভার্জিনিয়ার বাসিন্দা ওই ব্যক্তি কিছু আলাদা ধরণের উপহার দেওয়ার জন্যই এমনটা করেছিলেন। কিন্তু এই লটারির টিকিট যে তাদের ভাগ্য ও ভবিষ্যত একেবারেই পাল্টে দেবে সেটা বুঝতেও পারেননি। এমনকি প্রথমে যখন তিনি জানতে পারেন যে তার কাটা লটারি প্রথম পুরস্কার জিতেছে তাও আবার প্রায় ১০ কোটির তখন শুরুতে তাঁর বিশ্বাসই হয়নি।

এরপর তিনি যখন মারিয়াকে খবরটা জানানো হয় তখন তিনিও প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি ভাবেন হয়তো তাঁর স্বামী মশকরা করছে তাঁর সাথে। তবে এরপর লটারির টিকিট জেতার খবর দেখাতেই একপ্রকার আনন্দে আত্মহারা হয়ে পড়েন তাঁরা। তবে বিজেতা হলেও সব টাকাটা তিনি এক পাবেন না, ৩৭ লক্ষ টাকা পাবে টিকিট বিক্রি করা দোকানদারকে। আর বাকি টাকা মারিয়া ও তাঁর স্বামীর।

Related Post