প্রয়োজন নেই ডাক্তারের, গান শুনিয়েই সুস্থ হচ্ছে রোগী! বর্তমান ধারাবাহিকের কাহিনী ট্রোল নেটপাড়ায়

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) দুটি জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’ (Guddi) এবং ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। এই দুই ধারাবাহিকের নাম তো ট্রোলের শিরোনামে থাকে। ‘গুড্ডি’-র পরকীয়া

Saranna

guddi and saheber chithi serial trolled on social media

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) দুটি জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’ (Guddi) এবং ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। এই দুই ধারাবাহিকের নাম তো ট্রোলের শিরোনামে থাকে। ‘গুড্ডি’-র পরকীয়া আর ‘সাহেবের চিঠি’-র অতি নাটকীয়তা। এই নিয়েই শীর্ষে থাকে দুজন। আর তাই কোপ পড়ছে টিআরপি তে। দুজনের কেউই টিআরপির প্রথমে জায়গা করে নিতে পারছে না। তাই আবার নতুন ভাবে প্রচেষ্টা শুরু করে দিয়েছে ধারাবাহিক নির্মাতা।

এখন ধারাবাহিক দেখার থেকে মানুষ ধারাবাহিক দেখানো অদ্ভুত সব জিনিস নিয়ে ট্রোল করতে বেশি অভ্যস্ত। ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্য গল্পের গোরু গাছে ওঠে, আর তা দেখেই ট্রোল হয় বেশি। এখন যেন এটা ট্রেন্ড। আগে এরকম টা দেখা যেত না। ধারাবাহিকের নিটোল কাহিনী থাকত। আর সেটাই দর্শকরা অধীর আগ্রহের সহিত দেখত।

saheber chithi

কিন্তু বর্তমানে এত ট্রোল বেড়ে গেছে যে, মানুষের ধারাবাহিক দেখার ইচ্ছেটাই চলে গেছে। তারা মনে করেন ধারাবাহিক মানেই গল্পের গোরু গাছে ওঠে। আর দেখা যাবে না ধারাবাহিক। এরকম টাই এখন মানুষের মনোভাব হয়ে গেছে । আর এর কোপ পড়ছে, টিআরপি তেই। ধারাবাহিকের টিআরপিই কমে যাচ্ছে। ফলে বন্ধও হয়ে যাচ্ছে ধারাবাহিক।

সম্প্রতি দেখা যাচ্ছে, ‘গুড্ডি’ ধারাবাহিকে অনুজ গুন্ডাদের কবল থেকে বেরিয়েছে আহত অবস্থায়। অনুজের গুলি লাগে। অনুজের গুলি লাগার পর ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। অনুজের জ্ঞান ফেরেনি। কিন্তু যেই গুড্ডি গান শোনাল, অমনি অনুজের জ্ঞান ফিরে গেল। এ হেন দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় খিল্লির রোল।

guddi

অন্যদিকে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে সাহেব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সাহেবের জ্ঞান ফেরানোর জন্য গান গাইছে চিঠি। ঠাকুরের সামনে ভক্তি ভরে সে গান গেয়ে ওঠে। আর তাতেই জ্ঞান ফিরে গেল সাহেবের। সাহেবের চিঠি দেখেও দর্শকদের মনে হাসির রোল উঠল। অনেকেই মনে করছেন আর ডাক্তারের প্রয়োজন পড়বে না। গান গেয়েই অসুস্থ রোগীকে সুস্থ করা যাবে।

× close ad