ছেলে শাক্যই করবে মায়ের খুনের পর্দাফাঁস! মিঠাইতে বড়সড় চমক, সামনে এল মৃত্যুর আসল রহস্য

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল, ‘মিঠাই’ (Mithai)। ধারাবাহিকের এত জনপ্রিয়তা যে, প্রতিটি চরিত্রই সকলের কাছের। ৫২ সপ্তাহ ধরে বেঙ্গল টপারে স্থান পেয়েছে।

Saranna

shakya could sloved his moms dead mystry

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল, ‘মিঠাই’ (Mithai)। ধারাবাহিকের এত জনপ্রিয়তা যে, প্রতিটি চরিত্রই সকলের কাছের। ৫২ সপ্তাহ ধরে বেঙ্গল টপারে স্থান পেয়েছে। বুঝতেই পারছেন কতটা জনপ্রিয়তা। শুধু তাই নয়, ধারাবাহিকের প্রত্যেকটি এপিসোড এতটাই হিট হয় যে, সেগুলো নিয়ে অনেকেই স্ট্যাটাসে দেয়। প্রত্যেকটি এপিসোড এরকম ভাবেই সকলের মন ছুঁয়ে যায় বলেই ৫২ সপ্তাহ ধরে বেঙ্গল টপার।

যারা ধারাবাহিক দেখেন তারা জানেন, ধারাবাহিকের স্লট বদল হয়েছে, পাশাপাশি, ধারাবাহিকটি লিপ নিয়েছে। লিপ নেওয়ার সাথে সাথে অনেক চরিত্রের বদল ঘটেছে। মিঠাই নেই, মিঠি এসে উপস্থিত হয়েছে মনোহরাতে। শাক্য বাবু এখন বেশ বড় হয়ে গিয়েছে। তার দেখাশোনা করছে মিঠি। মনোহরার সকলেই প্রায় মেনে নিয়েছে মিঠিকে। 

mithai's dead mystry

কিন্তু এই মিঠিকে  একদম দেখতে চাইছেন না দর্শকরা। মিঠি মিঠাই এর মত দেখতে হলেও, মিঠাই এর মত আদবকায়দায় এক নয়। তাই তো লেখিকার কাছে আবেদন যে মিঠাই কে ফিরিয়ে আনা হোক। তারা আর মিঠিকে সিড এর পাশে দেখতে চাইছে না। তাই তো দর্শকদের কথা মাথায় রেখে লেখিকা ম্যাডাম দেখিয়েছেন  মিঠি মিঠাই এর বেশে হাজির হয়েছে সিদ্ধার্থের কাছে। এই ঘটনা দেখে অনেকেই মনে করছেন মিঠিই আসলে মিঠাই। 

এরই মাঝে  সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, শাক্যর  হাতে একটা টো রিং। দর্শকদের অনুমান এই টো রিংটা মিঠির পায়েই ছিল। ধারাবাহিক নির্মাতা মিঠির পায়ের এই টো রিং দেখিয়ে ক্লু দিচ্ছে, মিঠিই হল মিঠাই। কিন্তু আসল সত্যি কোনটা? তা জানা যাবে, আগামী পর্বের এপিসোড গুলোতে। এরই মাঝে মিঠিকে দেখা যাচ্ছে সম্পূর্ণ মিঠাই রূপে সে রহস্য খুঁজতে বেরিয়েছে।

shakya find his mom's tow ring

আর মিঠির এই সমস্ত কান্ডকারখানাই তাকে দর্শকের কাছে বারংবার মিঠাই করে তুলছে। সত্যিই কি মিঠাই আর ফিরবেনা তাহলে? মিঠিকেই আলাদা জায়গা দেওয়া হবে? তবে দর্শক মনে প্রাণে চান মিঠাই আর মিঠি যেন একজনই হয়। কারণ মিঠির সাথে পরিবারের সকলের বিশেষ করে শাক্যর যে এক বন্ধন গড়ে উঠেছে তার কি হবে যদি মিঠাই আলাদা মানুষ হয় আর মিঠি আলাদা মানুষ হয়।

এক অনুরাগী বলছেন, ‘মিঠাই আর মিঠি যেনো আলাদা না হয়, ওরা যেনো একজনই হয়। মিঠাই নিজের জায়গায় ফিরে আসলে, মিঠি আবার সব হারিয়ে ফেলবে, কিন্তু এদিকে আবার মিঠাইকেও খুব মিস করছি’। তবে এই সবকিছু নির্ভর করছে লেখিকা ম্যাডামের উপর। লেখিকা ম্যাডাম কি করবেন সেটাই দেখার।

× close ad