এখন বাংলা ধারাবাহিকের প্রতি সকলেরই যেন একটা বিতৃষ্ণা এসে গেছে। প্রথমত ধারাবাহিকের কাহিনীর জন্য, দ্বিতীয়ত ধারাবাহিকের গল্প বেশ ভালো কিন্তু টিআরপি কম বলে ধারাবাহিক সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে। আর এইসব কারণে খুশি নন দর্শকরা । শুধু দর্শকরা নন, খুশি নন কলাকুশলীরাও। তারাও বিক্ষুব্ধ হয়ে ধারাবাহিকে অভিনয় করার কথায় মুছে ফেলছেন জীবন থেকে। এ বিষয়ে বিক্ষুব্ধ জনপ্রিয় অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lili Chakraborty)।
যিনি অভিনয় করছেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। যার শুরু টা হয়েছিল ১৯৫৮ তে। ‘ভানু পেল লটারি’ তে মায়া চরিত্রের মাধ্যমে ঘটে সূত্রপাত। এরপর একে একে অভিনয় করেছেন দেয়া নেয়া, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, কলঙ্কিনী কঙ্কাবতী সহ আরও অনেক ছবি। স্ক্রিন শেয়ার করেছেন, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়দের সঙ্গে।
শুধু বড় পর্দায় নয়, ছোটো পর্দাতেও অভিনয় করেছেন। তিনি অভিনয় করেছেন , প্রতিবিম্ব, একক দশক শতক, রেশম ঝাঁপি, সিঁদুর খেলা, ভুতু সহ আরও অনেক ধারাবাহিকে। তাঁর শেষ ধারাবাহিক ছিল ‘বৃদ্ধাশ্রম ২’। কিন্তু তারপর আর দেখা মেলেনি। সিরিয়ালের প্রতি বিতৃষ্ণা এসে গিয়েছিল। তাঁর কথায়, ‘ধারাবাহিকে এখন যা বাজে চিত্রনাট্য নিয়ে কাজ শুরু হয়, তাই সেসব দেখে আমি কাজ করবই না ঠিক করেছিলাম’।
এর পাশাপাশি তিনি এও বলেন, ‘আমি যেমন ধারাবাহিকে কাজ করিনি, তেমনই বাংলা সিরিয়াল দেখা ছেড়ে দিয়েছিলাম। মনে হত এইরকম একঘেয়ে গল্প দেখে কি হবে। তাই এসব দেখার থেকে কার্টুন দেখা ভালো। কার্টুন দেখতাম, খেলা দেখতাম, ওয়েব সিরিজ দেখতাম। এসব করেই সময় কেটেছে। বাংলা আর হিন্দি দুই ওয়েব সিরিজেই কাজ করেছি। ওয়েব সিরিজে আবারও যদি সুযোগ আসে তাহলে তাই করব’।
এই জন্য তাঁকে আর ছোটোপর্দায় দেখা যায়নি। কিন্তু হঠাৎ তাঁর কাছে এল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের সুযোগ। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের কথা শুনে, তিনি আর ফেরাতে পারেননি ডিরেক্টরকে। তিনি ডিরেক্টরকে শর্ত দিয়েছিলেন, অভিনয় করতে করতে যদি চিত্রনাট্য ভালো না লাগে কাজ ছেড়ে দেবেন। ডিরেক্টর তাঁর শর্ত মেনে নিয়েছিলেন।