ঈশাকে আগুনের হাত থেকে বাঁচালো ঋদ্ধি, ফিরে এলো খড়ি!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gaatchora) তে রয়েছে চমকের পর চমক। এই ধারাবাহিক লিপ নেয়, লিপ নেওয়ার পর দেখা যায়, গড়ার মৃত্যু হয়েছে। কিন্তু খড়ির

Saranna

riddhi saved isha from the fire

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gaatchora) তে রয়েছে চমকের পর চমক। এই ধারাবাহিক লিপ নেয়, লিপ নেওয়ার পর দেখা যায়, গড়ার মৃত্যু হয়েছে। কিন্তু খড়ির মত দেখতে একজনের আবির্ভাব ঘটেছে, তাকে দেখতে পুরোপুরি খড়ির মত। কিন্তু স্বভাব একেবারেই আলাদা । আর এই আলাদা মেয়েটির নাম ঈশা। কিন্তু এই ঈশাকে সকলেই খড়ি ভাবছে।

ধারাবাহিক নির্মাতাও এই মেয়ে যে খড়ি, তার ইঙ্গিত দিয়েছেন। আর সেই মতোই এবার ফাঁস হল ঈশা কে? খড়ির কি সত্যিই মৃত্যু ঘটেছে? সম্প্রতি দেখা যায়, ঈশাকে মারার জন্য ওয়ার্কশপে আগুন লাগানো হয়। আর সেই আগুনে চারিদিক জ্বলে যায়। ঈশা অজ্ঞান হয়ে যায়। ঈশাকে বাঁচাতে ঋদ্ধি সেখানে উপস্থিত হয়। 

gaatchora ending soon

তারপরে যায় হোক করে, ঈশাকে বার করে নিয়ে আসে ঋদ্ধি। বাইরে বেরিয়ে ঋদ্ধি আবার অজ্ঞান হয়ে যায়। ডাক্তার আসে, ঋদ্ধিকে ওষুধ দিয়ে গেছে। কিন্তু ঋদ্ধির অনেক জায়গায় পুড়ে গেছে। ঋদ্ধির এই কাজের জন্য ঈশা ভাবতে থাকে, আমাকে ভালো মা বলেছিল, ঋদ্ধিমান সিংহ রায় আমার ক্ষতি চায়। কিন্তু ও যদি ক্ষতি চাইবে, তাহলে আমাকে কেন বাঁচাতে আসবে?

এরপরে দেখা যায়, ঋদ্ধি  ভাবে, তার ভালোবাসা একদিন জিতবে। একদিন খড়ি ঠিক ফিরে আসবে। এরপর দেখে সত্যিই খড়ি এসেছে। কিন্তু পর মুহুর্তে দেখা যায় সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। অন্যদিকে আবার দ্যুতি দেখে তার কাছে খড়ি এসে বলছে, কেন এরকম করলি দিদি? এর উত্তরে দ্যুতি জানায়, ‘আমি তোকে মারতে চায়নি, আমি শুধু দেবাংশু সিংহ রায়কে জানিয়েছিলাম যে ওই জঙ্গলে তোরা গেছিস অষ্টধাতুর মূর্তি আনতে।’

riddhi saved isha

সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এদিকে পরদিন সকালে বনি অপরাধীকে ধরে আনে, যে এই আগুন লাগিয়েছিল। কিন্তু এই আসল চক্রান্তের পিছনে যে তানি আছে। তা কবে প্রকাশ হয় সেটাই দেখার। আর এতকিছুর পরও কি ঈশা ভুল বুঝবে ঋদ্ধিকে? নাকি ধীরে ধীরে ফিরে পাবে নিজের হারানো স্মৃতি। আগামী পর্ব গুলিতেই তা স্পষ্ট হবে। 

× close ad