TRP-তে প্রকাশ পেলো দর্শকের ইচ্ছা, বিরাট চমক! সেরা দশে নেই মিঠাই, রইল সম্পূর্ণ তালিকা

আজ বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশের দিন। এই দিন সিরিয়াল প্রেমীরা বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে থাকেন ফলাফল জানতে। বর্তমানে সব

Nandini

9th february bengali serial top ten trp list

আজ বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশের দিন। এই দিন সিরিয়াল প্রেমীরা বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে থাকেন ফলাফল জানতে। বর্তমানে সব সিরিয়ালই টিআরপি নির্ভর। টিআরপি থাকলে চলবে নাহলে  গল্প অসম্পূর্ণ রেখেই বন্ধ করে দেওয়া হবে। তারই মাঝে কয়েকটি এমন সিরিয়াল আছে যারা নিজেদের জায়গা একই ভাবে ধরে রাখতে পেরেছে তালিকায়।

বিগত কয়েক সপ্তাহ যাবৎ টিআরপি তালিকা লক্ষ্য করলে দেখা যাবে গত কয়েক সপ্তাহ একই ভাবে তালিকায় প্রথম স্থানে আছে স্টার জলসার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। আর দ্বিতীয় স্থানে জী বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। অনুরাগের ছোঁয়া স্টার জলসার পুরোনো ধারাবাহিক জী বাংলার জগদ্ধাত্রীর তুলনায়। তবে অনুরাগের ছোঁয়ার বর্তমান ট্র্যাক দর্শকের কাছে বেশ পছন্দের হয়ে উঠেছে তা বোঝা যায়।

bengali serial 52nd trp list

শুরু থেকেই জগদ্ধাত্রী সিরিয়ালটি টিআরপি তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছিল। তবে অনুরাগের ছোঁয়ায় সোনা রুপাকে আনার পর দর্শকের মন জয় করে নিয়েছে দুই খুদের অভিনয়। জগদ্ধাত্রীকে তারা হারিয়ে প্রথম স্থান অর্জন করে নিয়েছে। এই সপ্তাহেও তালিকায় প্রথম স্থানে আছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে বিগত দুই সপ্তাহ যাবৎ টপে থাকলেও স্কোর কমছিল এই ধারাবাহিকের। এবারে একেবারে ৯.৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে সিরিয়ালটি। আসুন দেখে নেওয়া যাক সেরা দশ এর তালিকা।

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.৬)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৭)
তৃতীয়- গৌরী এলো (৮.২)
চতুর্থ- নিম ফুলের মধু / খেলনা বাড়ি (৭.৮)
পঞ্চম- বাংলা মিডিয়াম (৭.২)
পঞ্চমী (৬.৯)
রাঙা বউ (৬.৮)
এক্কা দোক্কা (৬.৭)
গাঁটছড়া (৬.৫)
মেয়েবেলা (৬.৩)

bengali serial trp top 10 list

 

এই সপ্তাহের তালিকাতেও সেরা পাঁচ এ প্রায় একই ধারাবাহিকরা আছে। আর সকলেরই স্কোর কিছুটা বেড়েছে নিম ফুলের মধুর এই সপ্তাহেও একই নম্বর আছে। এবারেও সেরা দশে জায়গা করে নিতে পারেনি মিঠাই। তবে মিঠাইতে এখন এসেছে নতুন ট্র্যাক। নতুন ট্র্যাকে মিঠাই কি ফলাফল করবে তা আগামী সপ্তাহেই বোঝা যাবে। নতুন ধারাবাহিক মেয়েবেলা দশম স্থানে জায়গা করে নিয়েছে তালিকায়।

বিনোদনের চ্যানেল গুলিতে ধারাবাহিক ছাড়াও রিয়ালিটি শো হয়। তাহলে, দেখে নেওয়া যাক এই সপ্তাহে রিয়ালিটি শো গুলির কোনটি কত পয়েন্ট পেয়েছে। এই সপ্তাহে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে জী বাংলার দিদি নং ওয়ান সানডে স্পেশাল এপিসোড এবং জী বাংলার গানের শো ‘সা রে গা মা পা’ একসাথে পেয়েছে ৫.৮ পয়েন্ট। তারপর স্টার জলসার নতুন গানের শো সুপার সিঙ্গার সিজেন ৪ পেয়েছে ৩.৪ পয়েন্ট এবং ঘরে ঘরে জী বাংলা পেয়েছে ১.৩ পয়েন্ট।

× close ad