‘ফাগুন বউ’ এর পর এবার নতুন কাজে অভিনেত্রী ঐন্দ্রিলা! রইল প্রোমো

ছোটপর্দার একটি জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। বলা ভালো দুষ্টু। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’ থেকে সকলেই ঐন্দ্রিলা কে চেনেন।

Saranna

actress oindrila sen debut in web platfrom in swetkali

ছোটপর্দার একটি জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। বলা ভালো দুষ্টু। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’ থেকে সকলেই ঐন্দ্রিলা কে চেনেন। ঐন্দ্রিলা হিসেবে নয়, বরং দুষ্টু বলেই তাঁকে সবাই চেনে। এটা ছিল তাঁর চরিত্রের নাম। এরপরে নানান ধারাবাহিকে সে অভিনয় করেন, কিন্তু দুষ্টু নামটা এখনও  রয়ে যায়।

তবে অভিনেত্রী সাত পাকে বাঁধার পর অভিনয় করেছিলেন ‘ফাগুন বউ’ ধারাবাহিকে। ছোটো পর্দার শেষ কাজ এই ধারাবাহিক। শুধু ছোটপর্দায় নিজেকে বদ্ধ রাখেননি। কখনো বড় পর্দায়, আবার কখনো ওটিসি, সব জায়গায় নিজেকে মেলে ধরেছেন। এবার তাঁর কেরিয়ার জীবনের ঝুলিতে উঠল আরও এক নতুন জিনিস। এবার ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করলেন ঐন্দ্রিলা।

oindrila sen debut in swetkali

পরিচালক সানি ঘোষ রায় পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘শ্বেতকালী’ (Shwetkali)র হাত ধরে ওটিটিতে পা দিচ্ছেন। Zee5 এ আসছে এই সিরিজ। বেশ রহস্য রোমাঞ্চকর হতে চলেছে। শ্রীরামপুর রাজবাড়িতে এই ছবির শ্যুটিং হচ্ছে। আগামী এপ্রিল মাসেই মুক্তি পেতে চলেছে এটি। এই সিরিজে থাকছেন, সাহেব ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, ঋষি কৌশিক, প্রান্তিক ব্যানার্জি সহ আরও অনেকে। 

উল্লেখ্য, ২০০৪  সালে মাত্র ৭ বছর বয়সে রবিকিনাগী পরিচালিত ‘বন্ধন’ সিনেমাতে  শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। এরপর স্বাপন সাহা পরিচালিত মিঠুন চক্রবর্তী অভিনীত ‘অভিমুন্য’ সিনেমাতেও অভিনয় করেন। এরপর থেকে চলতে থাকে অভিনয় যাত্রা। এখন তিনি বেশ জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি চুটিয়ে প্রেম করছেন অভিনেতা অঙ্কুশ হাজরার সাথে। দুজনে একসাথে মিলে  করছেন নতুন ছবি ‘লাভ ম্যারেজ’।

https://youtu.be/MC2yaG9W7cY

অঙ্কুশও ব্যস্ত তাঁর আগামী ছবি নিয়ে। অন্যদিকে  ঐন্দ্রিলা ওয়েব সিরিজের পাশাপাশি ব্যস্ত অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত আগামী ছবি ‘সাজঘর’ নিয়ে। এই সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বিপরীতে অভিনয় করতে চলেছেন ঐন্দ্রিলা। হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে অনস্ক্রিনে রোমান্স করবেন বুম্বা দা। গল্পের ধাঁচ ও ধরণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এ গল্প ব্রিটিশ আমলের হতে চলেছে। 

× close ad