১৮ ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি (Shivratri) ব্রত। কথিত আছে, মহাশিবরাত্রি তিথিতে শিব অগ্নিলিঙ্গ হিসেবে প্রকট হন এবং এই তিথিতে শিব ও পার্বতীর মিলন হয়েছিল। তবে এবারের শিবরাত্রি শুভ হতে চলেছে। এই তিথিতে গ্রহ এবং নক্ষত্রের সংমিশ্রণ ঘটতে চলেছে। অর্থাৎ মহাশিবরাত্রিতে শনি প্রদোষ ব্রতের উপস্থিতি। এরফলে একদিকে যেমন মহাদেবের থেকে আশির্বাদ পাবেন, অন্যদিকে আবার শনি দোষ দূর করতে পারবেন, জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবং সন্তান লাভের কামনায় ফলপ্রসূ হবে।
বেলপাতা, ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল মহাদেবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই চতুর্বিধ ফল লাভ হয়। আসুন জেনে নেওয়া যাক এই বছরের শিব পূজার নির্ঘন্ট।
শিব পূজার নির্ঘন্ট
শিব চতুর্দশী তিথির সূচনা হবে : ১৮ ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
চতুর্দশী তিথির সমাপ্তি হবে : ১৯ শে ফেব্রুয়ারী বিকেল ৪.১৮ মিনিটে।
চার প্রহরের পুজোর নির্ঘন্ট :
প্রথম প্রহরের পুজো – ১৮ ই ফেব্রুয়ারী (৫ ই ফাল্গুন) বিকেল ৫.৩৫ মিনিট থেকে রাত ৮.৪২ মিনিট পর্যন্ত।
দ্বিতীয় প্রহরের পুজো – ১৮ ই ফেব্রুয়ারী (৫ ই ফাল্গুন) রাত ৮.৪২ মিনিট থেকে ১১.৫০ পর্যন্ত।
তৃতীয় প্রহরের পুজো – ১৮ ই ফেব্রুয়ারী (৫ ই ফাল্গুন) রাত ১১.৫০ থেকে ১৯ শে ফেব্রুয়ারী (৬ ই ফাল্গুন) ২.৫৮ মিনিট পর্যন্ত।
চতুর্থ প্রহরের পুজো – ১৯ শে ফেব্রুয়ারী (৬ ই ফাল্গুন) ২.৫৮ মিনিট থেকে ভোর ৬.০৬ মিনিট পর্যন্ত।
ব্রতভঙ্গের সময় / নির্ঘন্ট – ১৯ শে ফেব্রুয়ারী (৬ ই ফাল্গুন) ৬.০৬ মিনিট থেকে দুপুর ২.৪৩ মিনিট পর্যন্ত।