শুধুই নয় বাংলা, এবার ‘ভারত সেরা’ সন্মান পেলো ‘অনুরাগের ছোঁয়া’!

একটা সময় ছিল যখন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটিকে , টিআরপি তালিকায় তেমন দেখায় যেত না। কিন্তু বর্তমানে এই ধারাবাহিকের গল্প এমন ভাবে দর্শকের নজর

Saranna

anurager chhowa serial get enlisted in india top 20 highest trp list

একটা সময় ছিল যখন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটিকে , টিআরপি তালিকায় তেমন দেখায় যেত না। কিন্তু বর্তমানে এই ধারাবাহিকের গল্প এমন ভাবে দর্শকের নজর কেড়েছে যে এখন পর পর অনুরাগের ছোঁয়া তালিকায় প্রথম স্থানে। ৯ সপ্তাহ ধরে টিআরপি তালিকাতে নিজেদেরকে সবার প্রথমে রাখতে সক্ষম হয়েছে। ঘাড়ের কাছে অনেক ধারাবাহিক নিঃশ্বাস ফেললেও, টিআরপি তালিকাতে সুপারহিট অনুরাগের ছোঁয়াই।

যে মিঠাই ৫২ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় নিজেদের জায়গা দখল করে রেখেছিল, সেই মিঠাইকেও হারিয়ে দিল অনুরাগের ছোঁয়া। তবে ধারাবাহিকের গল্পে নেই নিখাদ প্রেমের বুনন , রয়েছে অভিমান, রয়েছে সম্পর্কের টানাপোড়েন, রয়েছে দীর্ঘশ্বাস, রয়েছে সোনা-রূপার ছেলেমানুষি। আর সেই কারণেই তো ধারাবাহিকের এত জনপ্রিয়তা। আর সেই কারণেই তো তাদের মাথায় উঠল নয়া পালক।

anurager chhowa serial get enlisted in india's top 20 trp list

জানা যাচ্ছে, ভারতবর্ষের সেরা ২০টি ধারাবাহিকের মধ্যে টিআরপি তালিকায় সেরার সেরা অনুরাগের ছোঁয়া। এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ আজ অনুরাগের ছোঁয়ার জন্য আমাদের গর্ব হচ্ছে। ইন্ডিয়ার top 20 highest trp তালিকায় অনুরাগের ছোঁয়া স্থান পেয়েছে। সত্যি আজ অনুরাগের ছোঁয়ার ফ্যানদের কাছে এটা একটা গর্বের বিষয়। এটা হল urban + rural trp এই ভাবেই এগিয়ে যাক আমাদের অনুরাগের ছোঁয়া।


হেটার্সরা জ্বলবে অনুরাগের ছোঁয়া চলবে’। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, দার্জিলিং পর্ব। অনুরাগের ছোঁয়ার পুরো টিম পৌঁছে গেছে দার্জিলিংয়ে। সেখানে গিয়ে মিশকার ষড়যন্ত্রের শিকার দীপা। কিন্তু সূর্য কিছুতেই দীপাকে বোঝেনা, তাকে ভুল বোঝে। এবার অপেক্ষার পালা কবে দীপা মিশকার মুখোশ খোলে! আর মিশকার শয়তানি সবার সামনে প্রকাশ পেলেই সূর্য-দীপা কাছাকাছি আসবে।

anurager chhowa serial enlisted in india's top 20 highest trp list

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা, সেখানে দেখা যাচ্ছে, সবার টিআরপি নম্বর কম। কারণ কয়েকদিন ধরেই কেবল বন্ধ থাকায়, এই বিপত্তি। এই সপ্তাহের অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত স্কোর ৭.০। যেখানে ৯ থাকত সেখানে ৭। খুবই কম ধারাবাহিকের স্কোর।

× close ad