সবেমাত্র স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হওয়া একটি নতুন ধারাবাহিক হল, ‘বালিঝড়’ (Balijhor)। স্রোত (Srot), ঝোড়া (Jhora), মহার্ঘ্য (Moharghya) এই তিনজনের জীবনের ধারাবাহিকতা নিয়ে তৈরি এই ধারাবাহিক। ত্রিকোণ প্রেমের কাহিনী। এক নারীকে ভালোবাসে দুজনেই, কিন্তু সেই নারী চায় একজনকেই। তবে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দই হচ্ছে। কারণ তাদের পছন্দের সব জুটিরা রয়েছে এই ধারাবাহিকে।
দর্শকদের পছন্দের লালন রয়েছে। যিনি ‘ধূলোকণা’ ধারাবাহিকের লালনের চরিত্রে অভিনয় করেছেন অর্থাৎ অভিনেতা ইন্দ্রাশিষ রায় রয়েছেন স্রোতের চরিত্রে। অন্যদিকে দর্শকদের পছন্দের সৌগুন জুটি এই ধারাবাহিকে আবারও ফিরেছে। ‘খড়কুটো’ ধারাবাহিকে যিনি সৌজন্যর চরিত্রে অভিনয় করেছিলেন, অর্থাৎ অভিনেতা কৌশিক রায় এই ধারাবাহিকে রয়েছেন মহার্ঘ্যর চরিত্রে।
আর খড়কুটোতে যিনি গুনগুনের চরিত্রে অভিনয় করেছিলেন, অর্থাৎ তৃণা সাহা রয়েছেন ঝোড়ার চরিত্রে। এই তিন মানুষকেই দর্শকদের বেশ পছন্দের। তাই ধারাবাহিকও বেশ পছন্দের। তবে ধারাবাহিকের কাহিনী অনুসারে ঝোড়ার বাবা মহার্ঘ্যর সাথে বিয়ে ঠিক করে ঝোড়ার। কিন্তু ঝোড়া ভালোবাসে স্রোতকে। ঝোড়া মন্ত্রীর মেয়ে হলেও, সে কিন্তু সরল, সাদামাটা জীবন পছন্দ করে।
আর তার পছন্দের সাথে মিলে গেছে স্রোতের জীবন। তাই স্রোতকেই তার পছন্দ। ঝোড়ার বাবা সব জেনেও জোর করে মেয়ের বিয়ে দেয় মহার্ঘ্যর সাথে। বাবার মুখ রক্ষা করতে ঝোড়া মহার্ঘ্যর গলাতেই মালা দেয়। কিন্তু সে মহার্ঘ্যকে মালা দিলেও ঝোড়া স্রোতকেই ভালোবাসে। কিন্তু তাহলে কি এই ভালোবাসা পূর্ণতা পাবে না?
সাম্প্রতিক প্রকাশ পাওয়া প্রোমো তে দেখা যাচ্ছে, বাধ্য হয়ে ঝোড়া মহার্ঘ্যর গলায় মালায় দিচ্ছে, মহার্ঘ্য ঝোড়াকে জানায়, আমি ডিভোর্স দিয়ে তোমাকে স্রোতের কাছে পৌঁছে দেব। এরপর ঝোড়া জানিয়ে দেয়, তোমার অনুরোধ চায়না মহার্ঘ্য। তাহলে এরপর কি হবে সেটাই দেখার। তবে দর্শকরা বলছেন, সেই আবার পরকীয়ায় মত্ত হয়ে যাবে এই ধারাবাহিক। তবে অনেকেই বেশ খুশি হয়েছেন সৌগুন জুটিকে দেখে।
অর্থাৎ ঝোড়া আর মহার্ঘ্যর বিয়ে দেখে। আবার কেউ কেউ স্রোতের কষ্ট সহ্য করতে না পেরে, বলছেন মিলটা যেন স্রোতের সাথেই হয়। এক অনুরাগী তাই লিখেছেন, ‘ ঝোরা স্রোত আর মহার্ঘ্য এর গল্প টা কি hum dil de chuke sanam এর মত হতে চলেছে? যদিও মনের ভিতর মহার্ঘ্য এর উপরেও একটা ফিলিংস এসে গেছে। হয়তো খড়কুটো এর জন্য। তবুও গল্প টা যেনো স্রোত আর jhora এর ই হয়’।