আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা ঘুরতে যেতে ভালোবাসেন। কেউ সমুদ্র ভালোবাসেন তো কেউ আবার পাহাড় পছন্দ করেন। আর প্যাচ প্যাচে গরমে অনেকেই ঠান্ডার দেশে পাড়ি দেন ঘুরতে। আর এবার এমনই ভ্রমণ প্রেমীদের (Traveller) জন্য মিলল দারুণ একটা সুখবর। শীঘ্রই চালু হতে চলেছে কলকাতা-কাঠমান্ডু বাস পরিষেবা (Kolkata to Kathmandu Bus Service)।
এমনিতেই উর্ধমুখী জ্বালানির জেরে ব্যাপক প্রভাব পড়েছে নিত্যদিনের খরচ থেকে মধ্যবিত্তের ট্যাকে। একসময় যে বাসের কলকাতায় যে বাস ভাড়া একসময় ৪ টাকা ছিল সেটা প্রায় ১০ টাকায় গিয়ে থেকেছে। এমনকি এভাবেই জ্বালানি তেলের দাম বাড়তে থাকলে হয়তো শীঘ্রই নূন্যতম ভাড়া ১০ টাকা পেরিয়ে যাবে।
তবে জ্বালানির দাম ও বাস ভাড়া বৃদ্ধির মাঝেই সরকারি বাসের সংখ্যা বাড়ছে বেশ কিছু রুটে। শিলিগুড়ি-কলকাতা-শিলিগুড়ি রুটে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সাথে কলকাতা থেকে কাঠমান্ডু যাওয়ার বাস পরিষেবা চালু করার কথা জানানো হয়েছে। সোমবার ময়দানে ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বৈধক। সেখানেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
যেমনটা জানা যাচ্ছে, শিলিগুড়ি থেকে কলকাতা পড়ন্ত রুটে মোট ৭ টি সরকারি বাস চলত। তবে এবার সেটা বাড়িয়ে ১০টি বাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যাত্রী দুর্ভোগ অনেকটাই কমবে বলে ধারণা পরিবহন মন্ত্রকের, সাথে প্রাইভেট বাসের থেকে ভাড়াটাও বেশ কিছুটা কম তাই মধ্যবিত্তের টাকাও বাঁচবে কিছুটা।
অন্যদিকে কলকাতা-কাঠমান্ডু বাস (Kolkata to Kathmandu Bus) পরিষেবার ক্ষেত্রে প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই নেপাল ও বাংলাদেশের সাথে আলোচনা হয়ে গিয়েছে তাদের তরফে সম্মতি মিলেছে। এখন অপেক্ষা কেন্দ্রের তরফ থেকে সম্মতি মিললেই চালু হয়ে যাবে পরিষেবা। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন ভ্রমণ প্রেমীরা। তাদের ঘুরতে যাওয়ার কিছুটা হলেও সুরাহা হল।
প্রসঙ্গত, প্রতিনিয়ত বাড়তে থাকা জ্বালানির দাম রীতিমত চিন্তার ভাঁজ আরও গভীর করে তুলছে বাস মালিকদের কপালে। পাশাপাশি বাস চালকদের দুশ্চিন্তা বেড়েই চলেছে, কারণ তাদের সংসার নির্ভর করে বাসের ওপরেই। বাস চালকদের মতে, যে হরে জ্বালানির দাম বাড়ছে তাতে ভাড়া না বাড়িয়ে উপায় নেই। যে কারণে সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও ভাড়া বৃদ্ধি হয়েই চলেছে।
আরও পড়ুনঃ দৃষ্টিহীন শিক্ষার্থীদের বিজ্ঞানের আলোর পথ দেখাচ্ছেন বেঙ্গালুরুর বিদ্যা!
২০১৮ সালে পরিবহণ দফতর (Bus Transport Department) থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে উল্লেখ ছিল দূরপাল্লার ভলভো ও এসি ছাড়া বাসের ভাড়া বেঁধে দেওয়া হয়েছিল। এসি ভলভো বাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ২.২০ টাকা ও নন এসির ক্ষেত্রে ২টাকা হরে নির্ধারিত করা হয়েছিল ভাড়া। কিন্তু সেই ভাড়ার তালিকা সরকারি নির্দেশেই রয়ে গেছে। জ্বালানির সাথে পাল্লা দিয়ে এখন অনেকটাই বেড়ে গিয়েছে ভাড়া। বর্তমানে প্রতিদিনের জ্বালানি তেলের দাম অনুযায়ী ভাড়া তৈরী করা হচ্ছে।