Elon Musk : ‘টুইটার না কিনে শ্রীলঙ্কাকে বাঁচান’, এলন মাস্ককে অনুরোধ নেটিজেনদের

মার্কিন নাগরিক এলন মাস্ক (Elon Musk)। যাকে ধনকুবের আখ্যায়িত করা হয়ে থাকে। ২০২১ সালের ৮ ই জুন পর্যন্ত সমীক্ষায় বিশ্বের দ্বিতীয় বিলিয়নার ঘোষিত হন তিনি।

Desk

Save Srilanka instead of buying Twitter Elon Musk

মার্কিন নাগরিক এলন মাস্ক (Elon Musk)। যাকে ধনকুবের আখ্যায়িত করা হয়ে থাকে। ২০২১ সালের ৮ ই জুন পর্যন্ত সমীক্ষায় বিশ্বের দ্বিতীয় বিলিয়নার ঘোষিত হন তিনি। তার সম্পত্তির মোট আনুমানিক পরিমান প্রায় ১৫১ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় তার নাম ২৫ তম স্থানে ঘোষণা হয়। পড়াশোনার ও কাজের স্বার্থে তিনি একই সাথে তিনটি দেশের নাগরিকত্ব বহন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফিলাডেলফিয়ায় অবস্থিত একটি বেসরকারি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় ‘পেন্সিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়’ থেকে অর্থনীতি ও পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

প্রথম জীবনে এই বিলিয়নারকে বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল বর্তমান স্থানে পৌঁছতে। ওয়েব সফটওয়ার সংস্থা ‘জিপ ২’ প্রতিষ্ঠার প্রচেষ্টাকালীন সময়ে আলাদা করে কোনো এপার্টমেন্ট ভাড়ার খরচ চালাতে অক্ষম ছিলেন বলে অফিসে রাত কাটাতে হত মাস্ককে। তখন তিনি সেই ওয়েবসাইট তার পিছনে সারা সপ্তাহ জুড়ে রাত জেগে কোডিং করতেন।বিশ্বকে প্রযুক্তিগত দিক থেকে উন্নত থেকে উন্নততর করে তুলতে তিনি নানান গবেষণা করেছেন আর ‘স্পেসএক্স’, ‘পেপ্যাল’, ‘স্টারলিংক’ এর মতো সংস্থা, সাইট ও প্রযুক্তির প্রতিষ্ঠা করেছেন।

Elon Musk help Srilanka Crysis instead of Twitter bid

খুব সম্প্রতি এই মার্কিন ধনকুবের জনপ্রিয় সোশ্যাল মাধ্যম টুইটার (Twitter) এর ৯.২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। কিন্তু শুধু তাতেই ক্ষান্ত হতে চাননি তিনি। সম্প্রতি সোশ্যাল মাধ্যম হোয়াট্স আপ থেকে পাওয়া তার একটি সিদ্ধান্তের বা ইচ্ছার কথা সামনে এলে। সোশ্যাল মিডিয়ায় তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পরে। জানা যায়, মাস্ক কেবল টুইটারের অংশ কিনে খুশি নন বরং তিনি গোটা টুইটার সাইটটাই কিনে নিতে চান।

স্ন্যাপডিলের সিইও কুনাল বহেল একটি টুইট এর মাধ্যমে জানিয়েছেন মাস্ক টুইটার কিনতে খরচ করবেন ৪৩ বিলিয়ন ডলার। একইসাথে তিনি একথাও লিখেছেন ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার ঋণ (Srilanka Debt) ৪৫ বিলিয়ন ডলার। তাই মাস্ক টুইটের না কিনে শ্রীলংকা কিনে নিয়ে নিজেকে ‘সেইলন মাস্ক’ (Ceylon Musk) হিসাবে পরিচিত করতে পারেন।

ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বর্তমানে খারাপ পরিস্থিতির সম্মুখীন। শ্রীলঙ্কার অর্থনীতির অবনতির কারণে শ্রীলংকা তার গৃহীত ঋণ পরিশোধ করতে পারবে না স্পষ্টত জানিয়ে দিয়েছে। এবং দেশকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। যার দারুন বর্তমানে শ্রীলংকার বাজারে সমস্ত পণ্যের দাম আকাশছোঁয়া। ধীরে ধীরে অন্ধকারের অতলে তলিয়ে যেতে বসেছে এই দেশ। আর তাই এলন মাস্ককে টুইটার মাধ্যমে শ্রীলঙ্কাকে কিনে নিয়ে, তাদের ঋণ পরিশোধ করে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিলেন স্ন্যাপডিলের সিইও কুনাল বহেল।

Related Post