বর্তমান দিনে ধারাবাহিকের শেষ কথা যে টিআরপি বলে, এটা সবাইই প্রায় বুঝে গেছে। আর তাই তো ধারাবাহিকে চমক আনার চেষ্টা করে যাতে ধারাবাহিকের টিআরপি বাড়ে। কিন্তু যখন দেখা যায় টিআরপি কিছুতেই বাড়ছে না, তখন সেই ধারাবাহিকের কোনো মূল্য থাকেনা। তাই তাকে শেষ করে দেওয়া হয়, কিংবা স্লট বদলে দেওয়া হয়। তবে অনেকসময় দেখা যায় স্লট যে বদল করবে সব স্লটই তো ভর্তি।
আর তাই কখনো দেখা যায়, ধারাবাহিককে দুপুরের স্লটে দিতে। এরকম বহু উদাহরণ রয়েছে স্টার জলসায়। স্টার জলসার এমন অনেক ধারাবাহিক ছিল, স্লট না পেয়ে দুপুরের স্লটে দেখা যেতে। আর তাই আবারও এমন এক ঘটনার শিকার হচ্ছে জি বাংলার (Zee Bangla) সবেমাত্র শুরু হওয়া জনপ্রিয় একটি ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)।
স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহা অভিনীত এই নতুন ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকের বয়স মাত্র তিন মাস। টিআরপি তালিকায় খুব একটা দেখা যায়না। তবে একজন শাশুড়ির আর তাই শোনা যাচ্ছে, ধারাবাহিকের নাকি স্লট বদলে যাচ্ছে। যতদূর সম্ভব শোনা যাচ্ছে, এই ধারাবাহিক নাকি ২৭ শে মার্চ থেকে দুপুর তিনটেয় দেখা যাবে। ধারাবাহিকের অভিনেত্রী তাতে আপত্তি জানিয়েছেন।
আর একথা শুনে ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রী স্বস্তিকা দত্ত জানান, যদি এই ধারাবাহিক দুপুর তিনটেয় দেখানো হয়, তাহলে তিনি NOC (মেয়াদ শেষ হওয়ার আগে কাজ ছাড়ার আবেদন পত্র) দিয়ে ধারাবাহিক ছেড়ে দেবেন। এখন এটাই দেখার শেষ পর্যন্ত কি হয়। তবে অনুরাগীরা চাইছেন না, দুপুর তিনটেয় দেখতে, তাই এক অনুরাগী জানিয়েছেন, ‘এখন আবার নতুন আইন শুরু করছে দুপুরে সিরিয়াল হবে যত্তসব… যেরকম ছিলো সেই রকম হলে ই দেখবো নাহলে দেখবো না’।
দুপুরের স্লট দেওয়া মানেই, এই ধারাবাহিক কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, এটা জানা কথা। আর তাই এক নেট নাগরিক বলছেন, ‘তোমার খোলা হাওয়া ৫.৩০ এর স্লট এ দিন দয়া করে। দুপুর ৩ টেয় ভালো TRP দিতে পারবে না, ৫.৩০ এ দিলে স্লট লিডার হতে পারবে নিশ্চই। যদি না পারেন অন্তত দুপুর ২ টো য় দিন। দুপুর ৩ টার স্লট খুবই বাজে একটা স্লট, এখানে ২ মাদের মধ্যেই শেষ হয়ে যাবে’। এখন দেখা যাক, ধারাবাহিকের ভাগ্য কোনদিকে এগোয়।