টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই অভিনেত্রী হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar) এবং অন্বেষা হাজরা (Annwesha Hazra)। দুজন মানুষই দর্শকদের বেশ পছন্দের, যারা ছোটো পর্দায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। একজন অনেক আগেই ছোটো পর্দা থেকে বড় পর্দায় পদার্পণ করেছেন আর একজন সবেমাত্র বড় পর্দায় পদাপর্ণ করবেন। বুঝতেই পারছেন কে আগে আর কে পরে পদার্পণ করেছেন।
মধুমিতা সরকার যিনি জনপ্রিয় হয়েছিলেন ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক দিয়ে। এরপর আর তাঁকে দেখা যায়নি। বরং দেখা মিলেছে বিভিন্ন ওয়েব সিরিজে। আর অন্যদিকে আর এক অভিনেত্রী অন্বেষা হাজরা সবেমাত্র শেষ করেছেন ‘এই পথ যদি না শেষ হয়’। ধারাবাহিক শেষ করে আর কোনো ধারাবাহিকে দেখা মেলেনি। এবার একেবারে ওটিটিতে পদার্পণ করছেন।
দেখা মিলবে মৈনাক ভৌমিকের ‘চিনি ২’ ওয়েব সিরিজে। অন্বেষাকে কোন চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে মুখ খোলেননি, তবে জানা যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর দেখা মিলবে। এ প্রসঙ্গে তিনি জানান, ‘SVF এর কাস্টিং এবং ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলা হয়, একটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ভাবা হচ্ছে। এরপর আমায় জানতে চাওয়া হয় আমি ইন্টারেস্ট কিনা?
আমি হ্যাঁ বলায় আমাকে স্ক্রিপ্ট পাঠানো হয়, আমি অডিশন দিই, ওইদিন দুপুরেই আমাকে সিলেক্ট করা হয়’।তবে মধুমিতাকে দেখা যাবে অপরাজিতার মেয়ের ভূমিকায় । কারণ ২০২০ সালে অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকারকে নিয়ে তৈরি হয়েছিল চিনি। অপরাজিতা এবং মধুমিতা ছিলেন মা-মেয়ের চরিত্রে। তবে একটা কথা জানিয়ে রাখা ভালো।
যারা চিনি দেখেছেন তাদের জন্য, শোনা যাচ্ছে চিনি ২ তে থাকছেনা চিনির মত কাহিনী। কাহিনী সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এই দুই অভিনেত্রী ছাড়াও দেখা মিলবে অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, প্রমুখ। মার্চের তৃতীয় সপ্তাহে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং।