ছোটবেলায় স্কুলে পড়ার সুযোগ হয়নি! ৮৯% নম্বর পেয়ে পরীক্ষায় প্রথম হলেন ১০৪ বছর বয়সের বৃদ্ধা

প্রবল বিশ্বাস, ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস, সাহস ও কঠিন পরিশ্রম করতে পারলে  লক্ষ্য পূরণে  বাঁধা দিতে পারেননা স্বয়ং ঈশ্বরও। মনে ইচ্ছা থাকলে যেকোনোকিছুই সম্ভব। পৃথিবীতে অসম্ভব বলে

Desk

104 years old Kuttiyamma pass an exam with 89% score

প্রবল বিশ্বাস, ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস, সাহস ও কঠিন পরিশ্রম করতে পারলে  লক্ষ্য পূরণে  বাঁধা দিতে পারেননা স্বয়ং ঈশ্বরও। মনে ইচ্ছা থাকলে যেকোনোকিছুই সম্ভব। পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না একথা প্রমান হয়েছে বারংবার। তেমনই অসম্ভবকে সম্ভব করে দেখানো কিছু প্রতিভা যাদের অদম্য সাহস আমাদের মনে বারংবার জুগিয়েছে অনুপ্রেরণা। তাদের মতো আবারও এক নতুন নক্ষত্রের দেখা মিলেছে ভারতের কেরালায় (Kerala)। শতবর্ষ পেরিয়ে পরীক্ষায় পাশ করেছেন কুট্টিয়াম্মা (Kuttiyamma)।

104 years old lady pass an exam with 89% score 1

১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মার প্রথম হওয়ার কাহিনী (104 Year old Kuttiyamma became first) :

কেরালার এক ১০৪ বছর বয়সী বৃদ্ধার কথা বলবো আজ। নাম তার কুট্টিয়াম্মা (Kuttiyamma)। সঠিক বয়সে শিক্ষা গ্রহণের সুযোগ পাননি তিনি আর তাই কেরালা সরকারের তৎপরতায় সাক্ষরতা অভিযানের দৌলতে বৃদ্ধা আবারও সুযোগ পেয়ে যান নিজের ইচ্ছাপূরণের। এই বয়সে পৌঁছেও প্রৌঢ়াকে হারাতে পারেননি কেউ। তিনি পরীক্ষা দিয়ে ৮৯% (89%) শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন।

খুব ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়ার দরুন তার পড়াশুনা করার প্রবল ইচ্ছা খুব ছোটবেলাতেই সুপ্ত থেকে গিয়েছিলো। কিন্তু সরকার থেকে এমন একটি অভিযান হচ্ছে জানতে পারায় বিন্দুমাত্র দেরি না করে আরো এইরকম পরিস্থিতির চাপে অথবা সংসারের গন্ডিতে আবদ্ধ হয়ে পড়াশুনায় আগ্রহী যারা সময়ে পড়াশুনা করার সুযোগ পাননি তাদের সাথে নিজের  মনের সুপ্ত ইচ্ছাকে প্রকাশ করার সুযোগ তিনি হাতছাড়া করেননি। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য পরীক্ষার তিন মাস আগে থেকে তিনি গৃহশিক্ষকের কাছে পড়তেও যেতেন।

তার এই প্রবল ইচ্ছাশক্তি ও কঠিন অধ্যাবসায়ের ফলাফল দেখে গোটা রাজ্য তার প্রশংসা করেছেন। তার এই নম্বর সকলের কাছে সত্যিই চমকপ্রদ। কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবকুট্টি (V. Sivankutty) নিজের টুইট হ্যান্ডেলে প্রৌঢ়াকে অভিনন্দন জানিয়েছেন। প্রৌঢ়ার এই অসাধারণ রেজাল্ট কেরালার সাক্ষরতা অভিযান সম্পূর্ণ রূপে সফল করে তুলেছে।

× close ad