‘বাবা তোমাকে ঠিক Sorry বলবে’, বাবার পরিচয় সামনে আসতেই মায়ের হয়ে প্রতিবাদী ‘রুপা’!

বাংলা সিরিয়ালের জগতে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। তবে সম্প্রতি, ধারাবাহিকের গল্প যেভাবে ঘেঁটে যাচ্ছে তাতে দর্শক কিছুটা বিরক্ত হচ্ছেন বলা যায়।

Nandini

in anurager chowa rupa knows behind her mom's sadness their was her father main reason

বাংলা সিরিয়ালের জগতে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। তবে সম্প্রতি, ধারাবাহিকের গল্প যেভাবে ঘেঁটে যাচ্ছে তাতে দর্শক কিছুটা বিরক্ত হচ্ছেন বলা যায়। দর্শক যেখানে বহুদিন ধরে সূর্য-দীপার মিল দেখার অপেক্ষায় রয়েছেন সেখানে দর্শককে বারেবারে হতাশ করছেন ধারাবাহিকের নির্মাতারা। সম্প্রতি, সবটা ঠিক হওয়ার একটা ঝলক দেখা গিয়েছিল বিগত কয়েকটি পর্বে।

তবে আজকের পর্বে আবারও বেশ হতাশ হয়েছেন দর্শক। মিশকা আবার জিতে গেল। সূর্য অন্ধের মত মিশকাকে বিশ্বাস করে যাচ্ছে। আর মিশকা সেই বিশ্বাসের সুযোগ নিয়েই চলেছে। সম্প্রতি কোর্টের আদেশে সূর্য-দীপা একসাথে গিয়ে ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে শুরু করেছিল। তবে মিশকা কি করে তা মেনে নেয়।

in anurager chowa rupa knows behind her mom's sadness

তাই সে প্রথমে চেষ্টা করেছিল সোনাকে ব্যবহার করে সূর্য-দীপাকে আলাদা করবে। তবে সেটা যখন হলনা তখন সে না চাইতেই আরেক অস্ত্র পেয়ে গেল হাতে। তবলা এতদিন মিশকাকে এক সাধুর ছদ্মবেশে ঘোল খাওয়াচ্ছিল। সেটা মিশকা ধরে ফেলে। তবে তবলাকে এটা বুঝতে দেয়না যে মিশকা তাকে চিনতে পেরেছে। আর তাকে সূর্য-দীপার বাড়িতে যেতে বলে।

তবলা সাধু বেশে দীপার বাড়ি গেলে মিশকা নিজের চাল চালে। সে সকলের সামনে তাবলাকে হাতেনাতে ধরে আর সূর্যকে বলে এসব দীপার কারসাজি। সে সূর্যকে নিজের কাছে রাখতে এসব করে চলেছে। দীপা বোঝাতে চাইলেও সূর্য বোঝেনা। সে ভুলই বোঝে দীপাকে। তাই দীপারও আর সহ্যের সীমা থাকে না। সে সূর্যকে তখনই সেখান থেকে চলে যেতে বলে আর এটাও জানিয়ে দেয় যে, শুধু ছয় মাস কেন ছয় হাজার বছর একসাথে থাকলেও দীপা সূর্যকে ডিভোর্স দেবেনা।

in anurager chowa rupa promise deepa to find her father someday

আর এই সবের মাঝেই রুপা দীপাকে তার বাবা সম্পর্কে প্রশ্ন করলে দীপা তার সাথে খুব খারাপ ব্যবহার করে। রুপা কাঁদতে থাকলে দীপা নিজের ভুল বুঝে রুপাকে বোঝাতে যায় আর রুপা তখন সরাসরি তার মাকে বলে, ‘তোমার এতো লুকোচুরি খেলার কি প্রয়োজন মা?’ আর সে মনে মনে এই কথাও বলে যে সে তার বাবাকে ঠিক খুঁজে আনবে। আর বাবা তার মাকে যে কষ্ট দিচ্ছে তার জন্য বাবা মায়ের কাছে ক্ষমাও চাইবে।

× close ad