তলানিতে TRP! হাল ফেরাতে বড় সিদ্ধান্ত নিল চ্যানেল, রাতারাতি পাল্টাচ্ছে একাধিক সিরিয়ালের স্লট

বর্তমান সময়ে টেলিভিশন মানেই বাংলা ধারাবাহিকের (Bengali Serial)  রমরমা বাজার। প্রত্যেক দর্শক টিভির সামনে বসে পড়ে ধারাবাহিক দেখার জন্য। এতটাই জনপ্রিয় এই ধারাবাহিক গুলো। জি

Saranna

star jalsha low trp serials slot changed

বর্তমান সময়ে টেলিভিশন মানেই বাংলা ধারাবাহিকের (Bengali Serial)  রমরমা বাজার। প্রত্যেক দর্শক টিভির সামনে বসে পড়ে ধারাবাহিক দেখার জন্য। এতটাই জনপ্রিয় এই ধারাবাহিক গুলো। জি বাংলা (Zee Bangla) আর স্টার জলসা (Star Jalsha) এই দুই চ্যানেলের মত অনুরাগীদের মধ্যেও চলে টক্কর। টিআরপি তালিকায় সবসময় এই টক্কর লেগেই আছে। টিআরপি তালিকা (TRP List) লক্ষ্য করলে দেখা যাবে প্রথমেই নাম রয়েছে স্টার জলসার ধারাবাহিকের। আর তারপরে রয়েছে জি বাংলার। এরপর একদম শেষে রয়েছে আবার স্টার জলসার।

স্টার জলসা কর্তৃপক্ষ চায়, তাদের সব ধারাবাহিক যেন সবসময় টিআরপির প্রথমেই থাকে। আর তাই স্টার জলসার শক্তিশালী ধারাবাহিক গুলোকে জি বাংলার শক্তিশালী ধারাবাহিকের সাথে লড়াইয়ের ময়দানে নামালেন। যাতে বেশ জোর টক্কর চলে। আর তাই সম্প্রতি দেখা গেছে, স্টার জলসার বেশ কিছু ধারাবাহিকের স্লট পরিবর্তন হয়েছে। দেখে নেওয়া যাক এক নজরে।

ayanna chaterjee and sukrit saha coming on kamala o sriman prithviraj

বিকেলের স্লটে ধারাবাহিক দেওয়া হলে, সেই ধারাবাহিক একেবারেই টিআরপি তালিকায় ওঠে না। আর তাই এই সময় পুরানো ধারাবাহিক গুলোকে আবার রিপিট করা হবে বলে জানা যাচ্ছে। বিকেল ৫:৩০ গুড্ডিকে শেষ করে এই স্লটে দেখানো হবে মেয়েবেলা ধারাবাহিক। সন্ধ্যা ৬ টার স্লটে আনা হবে রামপ্রসাদ, আর ৬:৩০ এর স্লটে দেখা যাবে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে।

bangla medium

৭ টার স্লটে আসবে অন্বেষা হাজরার নতুন ধারাবাহিক। ৭:৩০ এ আসবে নতুন ধারাবাহিক তুঁতে। ৮ টার স্লটে আসবে বাংলা মিডিয়াম। ৮:৩০ এর স্লটে আসবে পঞ্চমী। রাত ৯:৩০ এল স্লটে অনুরাগের ছোঁয়া। ১০ টার স্লটে আসবে হরগৌরী পাইস হোটেল। এই স্লট পরিবর্তনটা গুঞ্জন মাত্র। যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনো অফিশিয়ালি ঘোষণা করেননি।

অন্যদিকে শোনা যাচ্ছে যেসব ধারাবাহিকের টিআরপি কম তাদের নির্মূল করে দিয়ে নতুন ধারাবাহিক নিয়ে আসার। সম্প্রতি দেখা গেছে স্টার জলসায় তুঁতে (Tunte) সহ ৪টি নতুন ধারাবাহিক আসছে। আর এই চ্যানেলে তিন তিনটে ধারাবাহিকের টিআরপির অবস্থা একেবারেই খারাপের দিকে। আর তাই মনে করা হচ্ছে, এই খারাপ ধারাবাহিক গুলোকে সরিয়ে দিয়ে নতুন ধারাবাহিক আসবে।

× close ad