টলিপাড়ায় ফের ঘনালো শোকের ছায়া। অকালে প্রাণ হারালেন এক প্রতিভাবান অভিনেত্রী। ইদানিংকালে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছেন অনেক প্রতিভাবান শিল্পীই। তবে শিল্পীর কখনও মৃত্যু হয়না। শিল্পী নিজের শিল্পের মধ্যে দিয়েই আজীবন বেঁচে থাকেন অনুরাগীদের মনে। গত শনিবার পথ দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারান অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (Suchandra Dasgupta)।
সম্প্রতি, অভিনেত্রীকে ‘গৌরী এলো’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল। বেশ সুপরিচিত মুখ তিনি টেলি ইন্ডাস্ট্রিতে। তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেননা কেউই। শোকের ছায়া অভিনেত্রীর পরিবারে ও ষ্টুডিওপাড়ায়। অভিনেত্রীর অনুরাগীদের কাছে এই খবর এখনও বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে শোক বার্তা।
গত শনিবার শুটিং থেকে বাড়ি ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। বাড়ি ফিরতে অভিনেত্রী অ্যাপ বাইক বুক করেন। তারপর যথারীতি গন্তব্যে পাড়ি দেন। কিন্তু পথে এক লরির ধাক্কায় এলোমেলো হয়ে যায় সবটা। বাড়ি ফেরা হয়না আর তার। জানা গিয়েছে। ওই দশ চাকার লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন অভিনেত্রী।
মাথায় হেলমেটও ছিল অভিনেত্রীর। তবে হেলমেট পিষে যায় লরির চাকার তলায়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন যানবাহন চলাচল ব্যাহত হয়েছিল। পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট লরির চালককেও গ্রেফতার করেছে বরাহনগর থানার পুলিশ।
স্থানীয়দের, কথা অনুযায়ী সিগন্যালে হঠাৎ করেই বাইকটির সামনে একটি সাইকেল চলে আসে আর খুব জোরে ব্রেক কষেন ড্রাইভার। আর সেই সময়েই জোরে ব্রেক কষার দরুন বাইক থেকে পড়ে যান অভিনেত্রী আর ঠিক তখনই লরিটি পিষে দিয়ে চলে যায় তাকে। খুবই মর্মান্তিক এক পরিণতির শিকার অভিনেত্রী সুচন্দা।