ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্নিকন্যা হলেন বীণা দাস (Bina Das)। ছোটো থেকেই ছিলেন শান্ত প্রকৃতির মানুষ। পরিবারের মানুষজন নানানরকম বৈপ্লবিক কাজে সংযুক্ত থাকায়, তাঁর মনেও সেই চিন্তার উন্মেষ ঘটে। গান্ধীজির অহিংস মতবাদ নয়, তিনি বেছে নিয়েছিলেন বৈপ্লবিক পন্থা। ১৯৩২ সালে বীণা দাস বেছে নিলেন এক দুঃসাহসিক কাজ। বাংলার ব্রিটিশ গভর্ণর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করেন।
এছাড়াও অনেক দুঃসাহসিক পদক্ষেপ তিনি নিজ হস্তে গ্রহণ করেছেন। বিনয়-বাদল-দীনেশে, বাঘা যতীনের পর আবারও বাংলা সিনেমা (Bengali Movie) জগতে এক স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের জীবন নিয়ে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ছবি করতে চলেছেন। এই খবরটি ২০১৮ সালে ঘোষিত হয়েছিল। কিন্তু ঘোষিত হওয়ার পর আর কোনো খবর শোনা যায়নি। তবে শনিবার এই খবর আরও নিশ্চিত হল। আর শোনা যাচ্ছে তাতে মুখ্য চরিত্রে থাকবেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।
সম্ভবত মহিলা বিপ্লবীকে নিয়ে এর আগে কোনো কাজ হয়নি। আর এই বীণা দাসের ছোটোবেলার চরিত্রে অভিনয় করার জন্য বেছেছেন ছোটপর্দার রানীমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়কে। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘গত তিন বছর ধরে সৃজিতদার সাথে কথা হয়েছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সব ঠিক থাকলে এটাই ঘটতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে দিতিপ্রিয়া এই চরিত্র নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন।
তবে বড় বেলার চরিত্রে কে থাকবেন তা জানা যায়নি। পরিচালক এখন ব্যস্ত রয়েছেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে। এছাড়াও পুজো রিলিজ ‘দশম অবতার’-এর রেইকি এবং প্রি-প্রোডাকশনের কাজে ব্যস্ত। আর তাই সব ঠিক থাকলে চলতি ডিসেম্বর বা আগামী জানুয়ারিতে শ্যুটিং শুরু হবে। এর আগে দিতিপ্রিয়াকে ‘রাজকাহিনী’, ‘রাণী রাসমণি’ ছবিতে দেখা গিয়েছিল, যেখানে তাঁর দক্ষতার ছবি ফুটে উঠেছে।
View this post on Instagram
এই ছবিতেও দিতিপ্রিয়া ১০০ শতাংশ দিয়ে অভিনয় করবেন তা বলায় যায়। করোনা কালে যখন সকলেই ঘরবন্দি তখন অনেকেরই কাছে অবসরের মাধ্যম হয়ে উঠেছে বই। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়েরও তাই। আর সেই সময় পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের জীবন কাহিনী। খুব খুঁটিয়ে জীবনীটাকে আত্মস্থ করেছিলেন। তখন ছক কষে নিয়েছিলেন।